লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Petrol Diesel Price: বাজেট নির্ধারণের দিনেই কলকাতা, দিল্লি সহ বিভিন্ন শহরে দাম কমলো পেট্রোল ডিজেলের

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Petrol Diesel Price: আজ ২৩শে জুলাই মঙ্গলবার পেশ করা হলো পূর্ণাঙ্গ বাজেট। আর বাজেট পেশের দিনই বদলে গেল জ্বালানি তেলের দাম। অন্যান্য দিনের মতন আজ ভোর ছটায় সরকারি তেল বিতরণ কারীর সংস্থাগুলি জানিয়ে দেয় যে জ্বালানি তেলের দাম ঠিক কতটা কম হয়েছে। কিছু কিছু রাজ্যে পেট্রোল-ডিজেলের দাম এক লাফে অনেকটাই কমে গিয়েছে, আবার কিছু কিছু রাজ্যে দাম কমেনি বরং বেড়েছে। তাই বাজেট পেশের পরে জ্বালানির দাম ঠিক কত হতে পারে তাই নিয়ে ধারণা দেওয়া হল আপনাদের। মেট্রো শহরগুলি যেমন কলকাতা, দিল্লি, মুম্বাইতে পেট্রোলের দাম একই রয়েছে। তবে চেন্নাইতে পেট্রোলের দাম ২৩ পয়সা করে কমেছে প্রতি লিটার পিছু, আর ২২ পয়সা প্রতি লিটার পিছু কমেছে ডিজেলের দাম।

কলকাতায় পেট্রোলের দাম ১০৪.৯৫ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৯১.৭৬ টাকা প্রতি লিটার।

চেন্নাইয়ে পেট্রোলের লিটার দাম ১০০.৭৫ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৯২. ৩৪ টাকা প্রতি লিটার।

মুম্বইয়ে পেট্রোলের দাম ১০৩.৪৪ টাকা প্রতি লিটারএবং ডিজেলের দাম ৮৯.৯৭ টাকা

WhatsApp Group Join Now

দিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৪.৭০ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৭৯ টাকা।

গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আজ পেট্রোল ডিজেলের দাম অনেকটাই কমেছে। প্রতি লিটার পিছু ৪৪ পয়সা হারে দাম কমেছে। কমে হয়েছে ১০৬.৮৭ টাকা। ডিজেলের দাম ৪১ পয়সা লিটার পিছু এবং কমে হয়েছে ৯৩.৬১ টাকা। উত্তরপ্রদেশেও দাম কমে গিয়েছে পেট্রোল আর ডিজেলের। প্রতি লিটারে ১২ পয়সা কমে ৯৪.২৫ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ১৪ পয়সা কমে ৮৭.২৭ টাকা হয়েছে। পাশাপাশি মহারাষ্ট্রে ডিজেলের দাম কম হয়েছে। ২০ পয়সা প্রতি লিটারে কমে পেট্রোলের দাম ১০৪.২৪ টাকা এবং ডিজেলের দাম লিটারে ২০ পয়সা কমেছে।

আরও পড়ুন: Mamata Banerjee: মহিলাদের জন্য আরও আসছে নতুন প্রকল্প, পুজোর পরেই মিলবে সেই সব সুবিধা

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।