Krishak Bandhu Scheme: অবশেষে কৃষক বন্ধু প্রকল্পের (Krishak Bandhu Scheme) দীর্ঘ প্রতীক্ষিত টাকা নিয়ে সুখবর এলো। ইতিমধ্যেই কৃষক বন্ধুদের ব্যাঙ্ক একাউন্টে পৌঁছতে শুরু করেছে টাকা। কৃষকদের জন্য এটি সুখবর ছাড়া কম কিছু নয়। জানা যাচ্ছে বর্তমানে ১০৯ লক্ষ কৃষক এই প্রকল্পের আওতায় সাহায্য পেয়ে আসছেন। এতো বেশি সুবিধা ভোগীর কারণে একবারে সমস্ত অর্থ পাঠানোর কাজ করা সম্ভব নয়। তাই ধাপে ধাপে দেওয়া হবে টাকা। তবে সবার কাছে টাকা পৌঁছতে ১৫ দিন বা তার বেশি সময় লাগতে পারে।
তবে কিছু ক্ষেত্রে টাকা নাও পাওয়া যেতে পারে। যেসব কৃষকদের ব্যাঙ্ক একাউন্টে আধার লিংক করা নেই, যাদের আর কৃষক পরিচয় নেই, এছাড়াও ট্রানজেকশন স্লিপে ডিলিটেড ফার্মার লেখা থাকলেও পাওয়া যাবেনা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা।
সরকারের রেকর্ডে যেসব কৃষকের একাউন্ট ভ্যালিড বা বৈধ হবে একমাত্র তাদেরই টাকা দেওয়া হবে। এই সময় চাইলে নিজেদের একাউন্ট স্টেটাস চেক করে দেখতে পারেন কৃষকরা। অনলাইনেই এই তথ্য জানা যাবে। তবেই বোঝা যাবে ওই কৃষক আদেও কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন কিনা।
গত ২১ শে নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় একটি সাক্ষাৎকারে জানান যে সরকার ২২ নভেম্বর থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে। আর এবার সেই প্রতিশ্রুতি মতোই টাকা প্রদানের কাজ শুরু হয়েছে। তাই যদি কোনো কৃষক এখনও টাকা না পেয়ে থাকেন তবে চিন্তার কারণ নেই একাউন্ট এক্টিভ বা বৈধ থাকলে খুব শীঘ্রই একাউন্টে টাকা পাঠানো হবে সরকারের তরফে।
আরও পড়ুন: Ajker Rasifal 25 November: সোমবারে মহাদেবের আশীর্বাদে এই ৭ রাশির ভাগ্য বদলে যাবে! জানুন আজকের রাশিফল