লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Paris Olympics 2024: দ্বিতীয় ব্রোঞ্জ ভারতের, প্যারিস অলিম্পিক্সে দ্বিতীয় পদক মানু-সর্বজিৎ জুটির হাত ধরে

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে একাধিক পদকের জন্য লড়াই করেও অনেক চেষ্টার পর ভারতের ঝুলিতে এসেছে মাত্র একটা পদক। মানু ভাকের মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে শুটিংয়ে ব্রোঞ্জ জিতেছেন। কিন্তু পদকের কাছে গিয়েও ফিরে আসতে হয়েছে দু’জন অ্যাথলিটকে।

এবার প্যারিস অলিম্পিক্সের চতুর্থ দিনে ফের পদক জয়ের সুযোগ ভারতের সামনে। আর এবার সেই মানু ভাকের। ১০ মিটার এয়ার পিস্তলে মিক্সড টিম ইভেন্টে সরবজোত সিংকে নিয়ে আরও একটা পদক উপহার দিলেন মনু ভাকের।

ম্যাচ শুরু হবে দুপুর ১টা থেকে। শুটিংয়ে ছেলে ও মেয়েদের ট্র্যাপ কোয়ালিফিকেশন রয়েছে। এই মুহূর্তে ভারত এর স্কোর ১৮.৮। কোরিয়া প্রথম শটে এগিয়ে ছিল। পরের শটেও কোরিয়ার দুই প্রতিদ্বন্দ্বীদের দুর্দান্ত নিশানা। তবে তারপরই রুখে দাঁড়ায় ভারত। ৬-২ কোরিয়া কে পিছনে ফেলে এগিয়ে যায় ভারত। মনুর মনসংযোগ দুর্দান্ত। ৮-২ ব্যবধানে এগিয়ে যায় ভারত। প্রথম শটের ভুল থেকে ঘুরে দাঁড়ান সরবজোতও। ব্রেকে ৮-২ এগিয়ে ভারত। বিরতির পর কোরিয়ান প্রতিপক্ষ ১০.৮ মারেন, সরবজোত ১০.২। ফলে স্কোর লাইন ৮-৪ হয়ে যায়।

Paris Olympics 2024
Paris Olympics 2024

মনু কে রেখেই ফের লিড নেয় ভারত। সাত রাউন্ডের পর ১০-৪ ব্যবধানে এগিয়ে যায়। তবে ও ইয়ে শিন ভারতের সরবজোতের বিরুদ্ধে আরও একটা সিরিজ জিতে ১০-৮ করে কোরিয়া। ৯ নম্বর সিরিজে ও ইয়ে শিন এবং মনু ভাকের। ১০.৫ এবং ১০ মেরে ফের ভারতকে ১২-৬ লিড দেন মনু। আর দুটো রাউন্ড বাকি। ১০ নম্বর সিরিজে লি এবং মনুর লড়াই। কোরিয়ান প্রতিপক্ষ দুই শটে ১৯.৪ মারেন, মনু ২০.৮। আরও একটি সিরিজ জিতে ভারত ১৪-৬ এগিয়ে যায়।

WhatsApp Group Join Now

১০ নম্বর সিরিজে লি এবং মনুর লড়াই। কোরিয়ান প্রতিপক্ষ দুই শটে ১৯.৪ মারেন, মনু ২০.৮। আরও একটি সিরিজ জিতে ভারত ১৪-৬ এগিয়ে যায়। আর একটা সিরিজ জিতলেই শেষ হাসি হাসবে ভারত। এরপর ও ইয়ে শিন বনাম সরবজোত। দুই শটের সিরিজে ও ইয়ে শিন ১৯.৮ মারেন। সরবজোত ১৯.৩।

এগিয়ে যায় কোরিয়া ফলে স্কোর দাঁড়ায় ভারতের ১৪-৮। পরের সিরিজে ও ইয়ে শিন ১০.২ ও মনু ১০.৬ মারেন। তারপর স্কোর দাঁড়ায় ১৪-১০। তারপর ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিমে সরবজ্যোৎ সিংহের সঙ্গে মিলে জিতে নিলেন ভারতের এবারের দ্বিতীয় ব্রোঞ্জ পদক।

আরও পড়ুন: Gold Rate: বাজেটের পর লাগাতার কমছে সোনা-রুপোর দাম, জেনে নিন আজ কলকাতায় দাম কত?

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।