লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Parineeta Teaser: হইচইতে আসছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা, দেখা যাবে দেবচন্দ্রিমা এবং গৌরব কে

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Parineeta Teaser: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পরিণীতা নিয়ে এর আগে বহুবার কাজ হয়েছে। বহু পরিচালক এই গল্পের উপরে সিনেমা বানিয়েছেন। ১৯৬৯ সালে মুক্তি পায় অজয় কর পরিচালিত ছবি। যেখানে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায় এবং মৌসুমী চট্টোপাধ্যায়কে। ১৯৫৩ সালে মুক্তি পায় বিমল কর পরিচালিত ছবি।

যেখানে ছিলেন অশোক কুমার এবং মীনা কুমারী। ২০০৫ এ মুক্তি পায় বিদ্যা বালান, সইফ আলি খান অভিনীত পরিণীতা মুক্তি পায়। তারপর দীর্ঘ কয়েক বছর বাদে আবারো পরিণীতা ছবি নিয়ে পর্দায় আসছে হইচই। হইচই তরফ থেকে মুক্তি পেল পরিণীতা ছবির ট্রিজার।

অভিনেতা গৌরব চক্রবর্তী নিজের সোশ্যাল মিডিয়ার একাউন্ট থেকে এই সিরিজের ঝলক পোস্ট করেন। সেখানে তিনি ক্যাপশনে লেখেন, ‘বাংলা সাহিত্যের এক কালজয়ী উপন্যাস অবলম্বনে hoichoi Best of Bengal -এর দ্বিতীয় নিবেদন – প্রেম, পরিত্যাগ ও পরিণয়ের এক চিরন্তন কাহিনী, পরিণীতা।’ টিজারে তাঁকে শেখরের চরিত্রে দেখা গেল। অন্যদিকে ললিতা হিসেবে ধরা দিলেন দেবচন্দ্রিমা সিংহ রায়। সিরিজটির পরিচালনা করেছেন অদিতি রায়।

WhatsApp Group Join Now

স্বাধীনতা দিবসের দিন মুক্তি পাবে এই সিরিজ। স্বাধীনতা সংগ্রামের ঝলক থেকে পুরোনো কলকাতার ঝলক উঠে এল টিজারে। আর টিজার ভিডিও মুক্তি পাওয়ার পর থেকে অধীর আগ্রহে অপেক্ষা করে আছে প্রত্যেকে হইচই তে দেখার জন্য। এই ছবি নিয়ে প্রত্যেকেরই অনেক আশা রয়েছে। তাই দেখার অপেক্ষা দর্শকদের মন কতটা জয় করতে পারে পরিণীতা।

আরও পড়ুন: Bhumi Pednekar’s Birthday: নিজের জন্মদিনের সন্ধ্যে ওরির সঙ্গে বিশেষভাবে কাটালেন অভিনেত্রী ভূমি পেডনেকার, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন ছবি

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।