লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Pallabi Sharma: ‘বাংলায় কথা বললেই সে অশিক্ষিত…’ সাক্ষাৎকারে একি বললেন অভিনেত্রী পল্লবী!

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Pallabi Sharma: বর্তমানে জি বাংলার পর্দার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে একটি হল ‘নিম ফুলের মধু’। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা (Pallabi Sharma)। এটি পল্লবীর দ্বিতীয় ধারাবাহিক।

এর আগে পল্লবীকে (Pallabi Sharma) আমরা প্রত্যেকেই স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কে আপন কে পর’ এ অভিনয় করতে দেখতে পেয়েছি। স্টার জলসার ওই ধারাবাহিকটি দীর্ঘ চার বছর টেলিভিশনের পর্যায়ে সম্প্রসারিত হয়েছিল। বর্তমানে নিম ফুলের মধুও যথেষ্ট জনপ্রিয় দর্শকের মাঝে। TRP তালিকায় বেশ কয়েক সপ্তাহ প্রথম স্থান দখল করে নিয়েছে।

অভিনেত্রী হলেও পল্লবী বরাবরই সাদামাটা জীবনে বিশ্বাসী। অনেক ছোটবেলাতেই বাবা-মাকে হারিয়েছেন। তারপর থেকে পিসির বাড়িতে মানুষ পিসি কে ঘিরেই কেটেছে তার শৈশব। সোশ্যাল মিডিয়াতে সক্রিয় থাকলেও নতুন প্রজন্মের সঙ্গে তার সেরকম মিল পাওয়া যায় না। তিনি নিজের মতোই থাকতে ভালোবাসেন, একটু পুরনো আদপ কায়দায় বিশ্বাসী। একবার এক সাক্ষাৎকারে আধুনিকতা নিয়ে এক সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছিলেন অভিনেত্রী।

পল্লবী জানান বর্তমান সময়ের কোনও মিল নেই আমার জীবনে। বর্তমান সময়ে আমরা এক দিকে নতুন প্রজন্ম আরেক দিকে। একই সঙ্গে বাংলা ভাষায় কথা বলতে লজ্জা পাচ্ছি। আমরা ভাবি, ইংরেজিতে কথা বললেই ভীষণ স্মার্ট লাগবে। বাংলায় কথা বলছে মানে সে ‘অশিক্ষিত’। আসলে এটা এই প্রজন্মের ভুল ধারণা। আমরা বাঙালি হয়ে নিজের ভাষাকে নিয়ে গর্ববোধ যদি না করি, তা হলে তো মুশকিল! শাড়ি পরব, কিন্তু তাতে থাকবে পাশ্চাত্যের ছোঁয়া! হয়তো ‘হট ড্রেস’ পরলেই ‘আধুনিকা’ লাগবে, এই ধারণাটা ভাঙতে হবে।”

WhatsApp Group Join Now

আরও পড়ুন: Anandi: ছোট পর্দায় ফিরছে ঋত্বিক-অন্বেষা জুটি! প্রকাশ্যে আনন্দীর ঝলক; কোন চ্যানেলে কখন দেখা যাবে এই ধারাবাহিক?

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।