লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Ration Card Items: পুজো উপলক্ষে অতিরিক্ত রেশন! দেখে নিন অক্টোবর মাসে কোন রেশন কার্ডে কী পাবেন

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Ration Card Items: পুজোর মরশুমে রেশন গ্রাহকদের জন্য একটি বিশেষ সুখবর রয়েছে। অক্টোবর মাসে সমস্ত রেশন কার্ডধারীরা নিয়মিত রেশনের পাশাপাশি অতিরিক্ত কিছু সামগ্রী বিনামূল্যে পেতে চলেছেন। উৎসবের সময় সাধারণত বাড়তি রেশন দেওয়া হয়, যা এই বছরও থাকবে। আগামীকাল থেকে বিভিন্ন রেশন কার্ড অনুযায়ী এই সামগ্রী বিতরণ শুরু হবে। তবে রেশন তুলতে যাওয়ার আগে কোন কার্ডে কী কী সামগ্রী দেওয়া হবে, তা জেনে নিলে রেশন নিতে সুবিধা হবে। তাই রেশন গ্রাহকদের জন্য এই তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুজোর কেনাকাটার পাশাপাশি এবার বাড়তি রেশন সামগ্রীও পাবেন, যা আপনার পরিবারের জন্য বড় সহায়ক হবে।

পুজোর আগে বাড়তি রেশন সামগ্রী! অক্টোবর মাসে কোন রেশন কার্ডে কী পাবেন জানুন

পশ্চিমবঙ্গের রেশন কার্ডধারীদের জন্য পুজোর আগে বড় সুখবর নিয়ে এসেছে রাজ্য সরকার। অক্টোবর ২০২৪ মাসে রেশন গ্রাহকরা নিয়মিত রেশনের পাশাপাশি অতিরিক্ত খাদ্য সামগ্রীও পাবেন। রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তর (West Bengal Food Supply Department) ঘোষণা করেছে যে, পুজোর উৎসবের মরশুমে রাজ্যের অসংখ্য মানুষ বিনামূল্যে এই বাড়তি রেশন সামগ্রী গ্রহণ করতে পারবেন। রেশন কার্ড শুধু খাদ্য সামগ্রী পাওয়ার একটি মাধ্যম নয়, বরং এটি পরিচয় পত্র হিসেবেও গুরুত্বপূর্ণ। তাই রেশন কার্ডের সঠিক ব্যবহার ও সুবিধাগুলো জানার জন্য সচেতন থাকা অত্যন্ত জরুরি।

এছাড়া, রাজ্যের বিভিন্ন অঞ্চলে কিছু অসাধু রেশন ডিলারের বিরুদ্ধে রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগ রয়েছে। তাই রেশন নিতে যাওয়ার আগে সঠিক পরিমাণ এবং কোন কার্ডে কী রেশন দেওয়া হবে, তা নিশ্চিতভাবে জেনে নেওয়া উচিত। রাজ্য সরকারের ওয়েস্ট বেঙ্গল পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (WBPDS) ও খাদ্য দপ্তরের ওয়েবসাইটে রেশন তালিকা প্রকাশিত হয়েছে, যা দেখে আপনি জানতে পারবেন কোন রেশন কার্ডে কী পরিমাণ রেশন সামগ্রী পাওয়া যাবে।

মাসের শুরুতেই রেশন সামগ্রীর তালিকা! অক্টোবর মাসে কোন রেশন কার্ডে কতটা পাবেন জানুন

প্রতি মাসের শুরুতেই পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়, কোন রেশন কার্ডে কত পরিমাণ খাদ্য সামগ্রী বরাদ্দ করা হয়েছে। এই নোটিশ অনুযায়ী, বিভিন্ন ধরনের রেশন কার্ডধারীরা তাদের প্রাপ্য রেশন সামগ্রী নির্দিষ্টভাবে পেয়ে থাকেন। আগস্ট মাসের শেষেই সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের জন্য রেশন সামগ্রীর তালিকা প্রকাশ করা হয়েছিল, যাতে সমস্ত রেশন গ্রাহকরা আগেই জানতে পারেন কতটা খাদ্য সামগ্রী পাওয়া যাবে।

WhatsApp Group Join Now

নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে রেশন কার্ডধারীরা ঠিক কতটা রেশন সামগ্রী পাবেন, তা তাঁদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। অনেকেই ইতিমধ্যেই এই এসএমএস পেয়েছেন, যেখানে খাদ্য দপ্তর থেকে জানানো হয়েছে কোন কার্ডধারী কতটা রেশন পাবেন। আগস্ট মাসে কিছু বিশেষ রেশন কার্ডধারীদের জন্য অতিরিক্ত রেশন দেওয়া হয়েছিল, এবং ধারণা করা হচ্ছে, অক্টোবর মাসেও সেই একই সুবিধা চালু থাকবে। তাই আপনার রেশন কার্ডে কী পরিমাণ রেশন পাওয়া যাবে তা জানার জন্য তালিকা দেখে নিন, যাতে রেশন তুলতে কোনো অসুবিধা না হয়।

অন্ত্যোদয় অন্ন যোজনার বিশেষ সুবিধা! জানুন কতটা রেশন পাবেন

অন্ত্যোদয় অন্ন যোজনার (Antyodaya Anna Yojana) অধীনে থাকা রেশন কার্ডধারীরা অন্যান্য কার্ডধারীদের তুলনায় বেশি পরিমাণে রেশন সামগ্রী পেয়ে থাকেন। রাজ্যে এই কার্ডধারী পরিবারগুলির জন্য বিশেষ সুবিধা হিসেবে ২১ কেজি চাল এবং ১৩.৩ কেজি আটা বা ১৪ কেজি গম বিনামূল্যে দেওয়া হয়। এর পাশাপাশি, তারা প্রতি মাসে ১ কেজি চিনি পেতে পারেন। যদিও চিনির দাম রেশন দোকান থেকে জানিয়ে দেওয়া হয়, তবুও এই কার্ডের অধীনে থাকা পরিবারগুলোকে বেশিরভাগ সময় কম দামে চিনি প্রদান করা হয়। এই যোজনার মূল লক্ষ্য হলো, আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের জীবনে কিছুটা হলেও স্বস্তি আনা।

SPHH ও PHH কার্ডধারীদের জন্য বিশেষ রেশন সুবিধা! জেনে নিন কী পরিমাণ পাবেন

পশ্চিমবঙ্গের স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড (SPHH) এবং প্রায়োরিটি হাউসহোল্ড (PHH) কার্ডধারীরা প্রতি মাসে বিনামূল্যে রেশন সামগ্রী পেয়ে থাকেন। এই কার্ডের অধীনে থাকা প্রতিটি সদস্য প্রতি মাসে ৩ কেজি চাল এবং ১.৯ কেজি আটা বিনামূল্যে পান। যদি কোনো কার্ডধারী আটা নিতে না চান, তাহলে তার পরিবর্তে তাকে অতিরিক্ত ২ কেজি চাল দেওয়া হবে। এই সুবিধা রাজ্যের প্রয়োজনীয় পরিবারের খাদ্য চাহিদা মেটাতে বিশেষভাবে কার্যকর। রেশন দোকান থেকে রেশন তোলার সময় আপনার চাহিদা অনুযায়ী চাল বা আটা নিতে পারবেন, যা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়।

RKSY-1 ও RKSY-2 কার্ডের নতুন রেশন সুবিধা! জানুন কী বদলেছে

পশ্চিমবঙ্গের রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা (RKSY) এর অধীনে থাকা RKSY-1 এবং RKSY-2 কার্ডধারীদের জন্য সাম্প্রতিক কিছু পরিবর্তন আনা হয়েছে। আগে এই কার্ডধারীরা মাথাপিছু ৫ কেজি চাল বিনামূল্যে পেতেন, কিন্তু বর্তমানে সেই সুবিধা কমিয়ে মাথাপিছু ২ কেজি চাল বিনামূল্যে দেওয়া হচ্ছে। যদিও এই কার্ডধারীদের সংখ্যা তুলনামূলকভাবে কম, তবে নতুন নিয়ম অনুযায়ী তারা এখনও বিনামূল্যে চালের সুবিধা পাচ্ছেন। রাজ্য সরকারের এই পরিবর্তনের ফলে কিছুটা পরিবর্তন হলেও খাদ্য সুরক্ষার দিকটি নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: Central Government: পুজোর আগেই সুখবর! জায়গা ভেদে প্রতিদিনের মজুরি বাড়ালো কেন্দ্র, কার পকেটে ঢুকবে কত?

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।