লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Nita Ambani: প্যারিসের অলিম্পিক ইভেন্টে হাজির হলেন নীতা আম্বানি, অভ্যর্থনা জানালেন ফ্রান্সের প্রেসিডেন্ট

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Nita Ambani: কাল থেকে শুরু হবে ২০২৪ সালের অলিম্পিক গেমস। হাতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। তারপরেই শুরু হয়ে যাবে ক্রীড়া জগতের সবথেকে বড় প্রতিযোগিতা। প্রতি ৪ বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতা এই বছর চ্যামোনিক্স ১৯২৪ এর শতবর্ষকে চিহ্নিত করবে। সুতরাং বোঝাই যাচ্ছে চলতি বছরের এই অলিম্পিক গেমস ঠিক কতটা স্পেশাল হতে চলেছে।

এরইমধ্যে প্যারিস অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানের আগে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন নিতা আম্বানি। নিতা আম্বানিপ্যারিসের লুই ভিটন ফাউন্ডেশনে ১৪২ তম আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান দিতে এসেছিলেন। এই অনুষ্ঠানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো নিতা আম্বানিকে
উষ্ণ অভ্যর্থনা জানান।

সম্প্রতি সেই অভ্যর্থনার মুহূর্তের ছবিটি আম্বানি পরিবারের একটি ফ্যান পেজ দ্বারা শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় পাতায়। শেয়ার করা ওই ছবিটিতে দেখা যায়, ফ্রান্সের প্রেসিডেন্ট নিতা আম্বানির হাতে চুম্বন দিয়ে তাঁকে অভ্যর্থনা জানাচ্ছেন। শুধু প্রেসিডেন্ট নন, আইওসি প্রেসিডেন্ট থমাস বাখও মুকেশ আম্বানি ঘরণীকে স্বাগত জানিয়েছেন ওই অনুষ্ঠানে।

WhatsApp Group Join Now

প্যারিস অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানের সময় নিতা আম্বানির পরনে ছিল একটি লাল রংয়ের স্যুট। এই ফুল হাতা স্যুটটির মধ্যে সেলুয়েট, সাইড স্লিটের কাজ করা ছিল। এছাড়া পোশাকটির হাতা, পিঠ এবং ঘাড়ের কাছে সোনার জারদৌসি মিনাকারির কাজ করা ছিল। নিতা আম্বানির হাতে ছিল সোনার কঙ্কন।

উল্লেখ্য, ২০২৪ সালের অলিম্পিক শুরু হবে আগামী ২৬ জুলাই শুক্রবার থেকে এবং চলবে ১১ আগস্ট পর্যন্ত। এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে ফ্রান্সের প্যারিসে। ২০০টির বেশি দেশ অংশগ্রহণ করবে এই প্রতিযোগিতায়। এই প্রতিযোগিতার ৩২ টি খেলায় মোট ৩২৯টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করা হবে। এবারের উদ্বোধনী অনুষ্ঠান অলিম্পিক ইতিহাসের সব থেকে বড় অনুষ্ঠান বলে বিবেচিত করা হবে, এমনটাই মত প্যারিস গেমসের আয়োজক কমিটির।

আরও পড়ুন: TRP List: চলতি সপ্তাহের টিআরপি তালিকায় সুধা-তেজের জয়ধ্বনি! দ্বিতীয় শুভবিবাহ টপার, নিম ফুলের পর ফুলকি কোন স্থানে?

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।