লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Ration Card: রেশন পেতে আজই করুন এই কাজ; নচেৎ বন্ধ হতে পারে পরিষেবা; জানুন বিস্তারিত

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Ration Card: ভারতবর্ষের প্রতিটি মানুষের কাছেই রয়েছে রেশন কার্ড (Ration Card)। এই রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্যে খাদ্যশস্য পেয়ে থাকেন সাধারণ মানুষ। বিভিন্ন শ্রেণি ভেদে রেশন কার্ডের প্রাপ্ত পণ্যের পরিমাণ বিভিন্ন হয়ে থাকে। রেশন কার্ড ধারীদের জন্য এর আগেই কেওয়াইসি বাধ্যতামূলক করেছিল কেন্দ্র সরকার। যারা রেশন নিচ্ছেন তারা প্রকৃত উপভোক্তা কিনা তা দেখার জন্যই এই ব্যবস্থা ছিল। এতদিন ইকেওয়াইসি যারা সম্পন্ন করেননি অবিলম্বে করতে হবে এই কাজ। নইলে আর পাবেন না রেশন।

কেওয়াইসি বাধ্যতামূলক:

কেন্দ্রীয় সরকারের রেশন কার্ড সংক্রান্ত কোনো অসুবিধা আর মিলবে না। জেলা সরবরাহ অফিসার জানিয়েছেন, ইতিমধ্যেই বেশ কয়েকটি রেশন কার্ড (Ration Card) বাতিল করা হয়েছে। কেওয়াইসি সম্পূর্ণ না করার কারণেই এই খাড়া নেমে এসেছে শাস্তির। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সমস্ত রেশন কার্ড (Ration Card) ধারক এবং ইউনিট রয়েছে রাজ্যজুড়ে তাদের সবাইকে ই কেওয়াইসি সম্পন্ন করতে হবে।

এটি সম্পূর্ণ করলে আদতে গ্রাহকদেরই সুবিধা অন্যকেউ আপনার নাম করে রেশন তুলতে পারবেন না। এছাড়া আঙুলের ছাপ না থাকলে পাওয়া যাবে রেশন। এ প্রসঙ্গে জেলা সরবরাহ অফিসার, সতীশ কুমার মিত্র জানিয়েছেন, আগস্ট মাসের মধ্যেই ই কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। না করলে পড়তে হবে সমস্যায়। রেসন দোকানে গিয়েই এটি করতে পারবেন।

রেশন দোকানেই সুব্যবস্থা:

কোনরকম সাইবার ক্যাফে বা পাবলিক সার্ভিস সেন্টারে গিয়ে এই কাজ করা যাবে না।। এই কাজ সম্পূর্ণ করতে রেশন কার্ড ধারীদের আধার কার্ড আনতে হবে। আঙ্গুলের ছাপ স্ক্যান করতে হবে। ভুল মোবাইল নম্বর সংশোধন করে নিতে পারেন। তবে আগে থেকেই যদি কারোর কেওয়াইসি করা হয়ে থাকে আর চিন্তা করতে হবে না। ইতিমধ্যেই অনেক রেশন কার্ড আধার কার্ডের সঙ্গে যুক্ত হয়েছে। আপনিও এই কাজ করে রাখুন।

WhatsApp Group Join Now

আরও পড়ুন: LPG Price Hiked: মাসের শুরুতেই দাম বাড়লো রান্নার গ্যাসের! এবার থেকে কত টাকা খরচ করতে হবে গ্যাস পেতে? জানুন বিস্তারিত

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।