লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Howrah-Sealdah: আর করতে হবে না ট্রেন মিস! এইবার হাওড়া-শিয়ালদহ লাইনের যাত্রীদের জন্য রইল সুখবর

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Howrah-Sealdah: রেল পথ দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। প্রত্যেক সাধারণ মানুষের নিত্যদিনের যাতায়াতের মাধ্যম হল রেল। আর আপনি যদি কলকাতার মধ্যে থেকে থাকেন তাহলে আপনাকে হাওড়া নয়তো শিয়ালদহ লাইনে যাতায়াত করতে হয়। আর যারা এই লাইনে যাতায়াত করেন এবারে পূর্ব রেলের পক্ষ থেকে তাদের জন্য রইলো দারুণ সুখবর।

এমনিতে ভারতীয় রেল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক। প্রতিদিন লাখ লাখ মানুষ ট্রেনে যাতায়াত করে থাকেন। হাজার হাজার ট্রেন রোজ চলাচল করে। আর লোকাল ট্রেনে চড়তে অনেকেই কিন্তু অনেক সময় টিকিট কাটেন না। যেটা ঘোর অন্যায়। আবার অনেক সময় টিকিটের লম্বা লাইনে দাঁড়াতে গিয়ে ট্রেন মিস হয়ে যাওয়ায় জন্য অনেকে টিকিট কাটতে পারে না। এরকম নানান কারণ রয়েছে।

তবে আর চিন্তা নেই, এবারে রেলের তরফে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যারপরে সকলে টিকিট কেটে ট্রেনে ভ্রমণ করতে পারবেন এবং ট্রেনও হাতছাড়া হবে না। এমনিতে বাংলা তথা এশিয়ার অন্যতম বড় ও ব্যস্ততম রেল স্টেশনগুলির মধ্যে অন্যতম হল শিয়ালদহ ও হাওড়া। এই দুই স্টেশনে যাত্রী সাধারণের সুবিধার জন্য নানা সুবিধা প্রদান করা হয়েছে।

সেইসঙ্গে যাতে ট্রেনের টিকিট সহজে কাটা যায় তারও ব্যবস্থা করা হয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, টিকিটের লাইনের দাঁড়িয়েও আর ট্রেন মিস হবে না। কারণ হাওড়া, শিয়ালদহ সহ সব বড় স্টেশনেই টিকিট ভেন্ডিং মেশিনের ব্যবস্থা রয়েছে। ফলে ব্যস্ততম সময়ে কাউন্টারে না দাঁড়িয়ে টিকিড় ভেন্ডিং মেশিনের সাহায্যে টিকিট কাটতে পারেন আপনারা।

WhatsApp Group Join Now

কারণ প্রত্যেকেই জানেন যে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করা অপরাধ। বিনা টিকিটে ভ্রমণ করলে কয়েক হাজার টাকা জরিমানার পাশাপাশি কয়েক বছরের জেল পর্যন্ত হতে পারে। তাই এবার থেকে ভিড় এড়াতে ভেন্ডিং মেশিন থেকে টিকিট কেটে যাতায়াত করুন।

আরও পড়ুন: LIC Pension Plan: মাত্র একবার বিনিয়োগ করেই প্রতিমাসে কয়েক হাজার টাকা পেনশন পান, LIC নিয়ে এলো দুর্দান্ত পলিসি

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।