Ekchokho.com 🇮🇳

UPI, WhatsApp ও Amazon prime – এর নিয়মে বড় বদল! জানুন বিস্তারিত

নতুন বছরের শুরুতেই নিয়ম পরিবর্তন হয়েছে একাধিক ক্ষেত্রে। সাধারণত প্রতি মাসের ১লা তারিখে ব্যাঙ্ক থেকে শুরু করে এলপিজি গ্যাস সর্বত্রই নিয়ম পরিবর্তন হয়। যা মানুষের জীবনে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে প্রভাব ফেলে। ইতিমধ্যে নতুন বছরের ১লা জানুয়ারি থেকে UPI, WhatsApp এবং Amazon Prime ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম প্রযোজ্য হয়েছে। আজকের ...

Updated on:

UPI

নতুন বছরের শুরুতেই নিয়ম পরিবর্তন হয়েছে একাধিক ক্ষেত্রে। সাধারণত প্রতি মাসের ১লা তারিখে ব্যাঙ্ক থেকে শুরু করে এলপিজি গ্যাস সর্বত্রই নিয়ম পরিবর্তন হয়। যা মানুষের জীবনে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে প্রভাব ফেলে। ইতিমধ্যে নতুন বছরের ১লা জানুয়ারি থেকে UPI, WhatsApp এবং Amazon Prime ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম প্রযোজ্য হয়েছে। আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক কী কী পরিবর্তন করা হয়েছে?

UPI 123Pay এর লিমিটে পরিবর্তন:

UPI 123Pay এর লিমিটে বড় পরিবর্তন করা হয়েছে। এখন থেকে অফলাইনে একবারে ৫ হাজারের পরিবর্তে ১০ হাজার টাকা ট্রান্সফার করা যাবে। ১লা জানুয়ারি থেকে এই নিয়মের পরিবর্তন করা হয়েছে অর্থাৎ ব্যবহারকারীরা বেশি টাকা লেনদেন করতে পারবে। উল্লেখ্য, UPI 123Pay ektitঅফলাইন পরিষেবা, যেখানে ইন্টারনেটের সাহায্য ছাড়া টাকা ট্রান্সফার করা যায়। এই পরিষেবায় মোবাইল নম্বরে আসা ওটিপির সাহায্যে টাকা ট্রান্সফার করা যায়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
বন্ধ WhatsApp সাপোর্ট:

১লা জানুয়ারি থেকে পুরনো কুড়িটি অ্যান্ড্রয়েড ডিভাইসে হোয়াটসঅ্যাপ সাপোর্ট বন্ধ হয়েছে। মেটার পক্ষ থেকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অ্যান্ড্রয়েড কিটক্যাট বা তার পুরানো অ্যান্ড্রয়েড ভার্সনে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না। যেসব ফোনের ক্ষেত্রে সাপোর্ট বন্ধ করা হয়েছে সেগুলিতে কোনো নতুন ফিচার আসবে না অর্থাৎ ব্যবহারকারীরা কোনো ধরনের আপডেট আর পাবেন না। Samsung Galaxy S3, Galaxy Note 2, Galaxy Ace 3, Galaxy S4 Mini সহ আরও 16টি ফোনের ক্ষেত্রে সাপোর্ট বন্ধ করা হয়েছে।

অ্যামাজন প্রাইমের ক্ষেত্রে নয়া নিয়ম:

অ্যামাজন তাদের প্রাইম ব্যবহারকারীদের জন্য নয়া নিয়ম চালু করেছে। এবার থেকে ব্যবহারকারীরা মাত্র 2টি টিভিতে বেসিক সাবস্ক্রিপশন ব্যবহার করতে পারবেন। কোনো ব্যবহারকারী এর চেয়ে বেশি টিভিতে প্রাইম অ্যাক্সেস করতে চাইলে তাকে আলাদা করে মেম্বারশিপ নিতে হবে। নতুন বছরের 1লা জানুয়ারি থেকে সংস্থার এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে।

আরও পড়ুন: Ajker Rashifal 3 January: আজ মা লক্ষ্মীর আশীর্বাদে ৫ রাশির জীবন বদলাবে, কিন্তু বিপদের সংকেতও রয়েছে! আপনার রাশি কোন পথে?