লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Ration Card: রেশন গ্রাহকদের জন্য সুখবর! এবার রেশনের চাল ও গমের পাশাপাশি পাওয়া যাবে ৯টি নতুন খাদ্যসামগ্রী

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Ration Card: করোনা কালের সময় থেকেই সাধারণ মানুষের সুবিধার্থে সরকার থেকে রেশনের ব্যবস্থা চালু করা হয়েছিল। এই ব্যবস্থা চালু করায় অনেক সাধারণ মানুষ খেয়ে পড়ে বেঁচে আছেন যাদের দুবেলা দুমুঠো খাবার জোটা মুশকিল ছিল। প্রতিমাসে মাসিক খাদ্য উপাদান পাওয়ায় সারা মাস খুব একটা অসুবিধা ভোগ করতে হয় না। মানুষ করোনা কাল থেকে চালু হয় রেশন ব্যবস্থা এখনো চলছে এবং এতে উপকৃত হচ্ছেন বহু মানুষ। এবার যারা রেশন (Ration Card) পাচ্ছেন তাদের জন্য আরও একটি সুখবর। নিত্যদিনের রেশনের পাশাপাশি পাওয়া যাবে আরও নটি খাদ্য সামগ্রী। মূলত এই খাদ্য সামগ্রী গুলি দেওয়ার প্রধান কারণ হলো সাধারণ মানুষের খাদ্যে পুষ্টির পরিমাণ সঠিক রাখা।

রাজ্য সরকার একের পর এক অনেক রকম ব্যবস্থা চালু করেছে (Ration Card)। তাতে শিল্প, কৃষি ও শিক্ষা সবদিকেই উন্নতি হয়েছে। এই সমস্ত ব্যবস্থাগুলির মধ্যে অন্যতম হলো রেশন ব্যবস্থা যা প্রতিমাসে সাধারণ দরিদ্র মানুষদের খেয়ে পড়ে বাঁচতে সাহায্য করে। রেশনে যে দ্রব্যগুলি প্রদান করা হতো তার মধ্যে প্রধান হলো চাল ও গম। বিনামূল্যেই প্রত্যেক মাসে রেশন কার্ডের উপর ভিত্তি করে রেশন প্রদান করা হতো তবে এবার থেকে আর বিনামূল্যে চাল পাওয়া যাবে না। বরং তার পরিবর্তে পাওয়া যাবে অন্য ৯টি খাদ্যদ্রব্য। যাতে মানুষ সঠিক এবং পুষ্টিকর খাবার খেয়ে বেঁচে থাকতে পারে।

এই 9 টি জিনিসের মধ্যে রয়েছে গম, ডাল, ছোলা, চিনি, লবণ, সরিষার তেল, ময়দা, সয়াবিন ও মশলা। সাধারন মানুষদের স্বাস্থ্যর উন্নতি আর তাদের খাদ্যের পুষ্ঠির মান বাড়াতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এই সামগ্রীগুলি পাওয়া যাবে শুধুমাত্র রেশন কার্ডের (Ration Card) উপর ভিত্তি করে যাদের রেশন কার্ড আছেন তারা ইতিমধ্যে রেশনের সুবিধা পাচ্ছেন এবং পাবেন কিন্তু যারা এই সুবিধা পেতে চান তাদেরকে যতো রেশন কার্ড বানিয়ে ফেলতে হবে বিনামূল্যে খাদ্যদ্রব্য লাভের জন্য। খুব সহজ কয়েকটি ধাপ অবলম্বন করেই রেশন কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন। সেই আবেদন পদ্ধতি সম্পর্কে জেনে নিন।

অনলাইনে রেশন কার্ডের আবেদন জানানোর পদ্ধতি:

১. প্রথমে রেশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

WhatsApp Group Join Now

২. সেখানে হোমপেজে ভর্তুকি ছাড়া রেশন কার্ডের জন্যে Click Here to Apply for Ration Card তে ক্লিক করতে হবে।

৩. এরপরে সেখানে গ্রাহকের মোবাইল নাম্বার দিতে হবে। দেওয়ার পর Get OTP তে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলে একটি OTP গ্রাহকের ফোনে যাবে তা নির্দিষ্ট জায়গায় বসাতে হবে।

৪. এবারে নাম্বারটি যাচাই করার জন্যে Validate ট্যাবে ক্লিক করতে হবে এবং দরকারি সব তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে।

৫. Add Another Members ট্যাবে ক্লিক করে গ্রাহক তাদের পরিবারের অন্য সদস্যদের বিবরণ যোগ করা যাবে। সবার শেষে Save and View Application এ ক্লিক করতে হবে।

৬. তারপর সাবমিটে ক্লিক করলেই হয়ে যাবে রেশন কার্ডে আবেদন সম্পন্ন হয়ে যাবে।

আরও পড়ুন: Civic Volunteers: পুজোর মুখে সুখবর সিভিক ভলান্টিয়ারদের জন্য, একলাফে অনেকটা বাড়ল ভাতা

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।