লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Post office: পোস্ট অফিসে অবিশ্বাস্য স্কিম! তিন মাস অন্তর বাড়ি বসে পাবেন ১৫,৩৭৫ টাকা, জেনে নিন বিস্তারিত

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Post office Scheme: বর্তমানে শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডের যুগে দাড়িয়ে অসংখ্য মানুষ ভরসা করেন সরকারি সংস্থার উপরে। যেমন পোস্ট অফিস, এলআইসি, বিভিন্ন সরকারি ব্যাংক ইত্যাদির উপর। কারণ মিউচুয়াল ফান্ড শেয়ার মার্কেট এবং বিভিন্ন সংস্থার স্কিমগুলি থেকে সরকারি সংস্থা বেশি সুরক্ষিত ও কম ঝুঁকিপূর্ণ। আর এই তালিকায় তো সবার প্রথমেই নাম উঠে আসে পোস্ট অফিসের।

ব্যাংক এলআইসি থেকেও পোস্ট অফিসে (Post office) কিন্তু সুদের পরিমাণ কিছুটা হলেও বেশি আর ঝুঁকিও কম প্রায় নেই বললেই চলে। পোস্ট অফিসে প্রতি মাসে নতুন নতুন স্কিম চালু হয় গ্রাহকদের জন্য। সেরকমই একটি ভালো স্কিম নিয়ে আজ আপনাদের সঙ্গে আলোচনা করব এই প্রতিবেদনে।

এই প্রকল্পের নাম সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। প্রবীণ নাগরিকদের মধ্যে এই স্কিমটি বেশ জনপ্রিয়। এই স্কিম থেকে প্রত্যেক তিন মাসে ১৫৩৭৫ টাকা আয় করা যাবে। একটি নির্দিষ্ট পরিমাণ টাকা প্রতি মাসে জমা করতে পারলেই তাহলে স্কিম শেষে আপনি লাখ টাকা উপার্জন করতে পারবেন খুব সহজেই। এই স্কিমে যত টাকা বিনিয়োগ করা হয় সেই টাকা থেকে পাওয়া সুদ প্রত্যেক মাসে বা প্রতি তিন মাসে বা বছরে জমা পড়ে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

এই স্কিম ম্যাচুরিটি পাবে ৫ বছর বাদে। মূলত প্রতি তিন মাস অন্তর অন্তর পোস্ট অফিসের (Post office) স্কিম গুলির সুদের হার সংশোধন করা হয়ে থাকে। বর্তমানে ৮.২ হারে সুদ পাওয়া যায় এই স্কিমে। যে সমস্ত প্রবীর নাগরিকরা এই স্কিমে বিনিয়োগ করতে চাইছেন তাদের বয়স ৬০ কিংবা ৬০ এর উর্ধ্বে হতে হবে।

WhatsApp Group Join Now

সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে সবথেকে কম ১ হাজার টাকা আর সর্বাধিক ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা সম্ভব। বিনিয়োগের পরিমাণ হবে ১০০০ এর গুণিতক। প্রতি তিন মাসে ১৫৩৭৫ টাকা সুদ পেতে হলে বিনিয়োগ করতে হবে ৩০,০০,০০০ টাকা। সেক্ষেত্রে বার্ষিক সুদের পরিমাণ হবে ৬১,৫০০ টাকা। তাহলে দেরি কিসের নিজের উপার্জন করা অর্থ সুরক্ষিতভাবে সঞ্চয় করতে এখনই এই স্কিমে বিনিয়োগ শুরু করুন।

আরও পড়ুন: Local Train Cancel: ফের ভোগান্তির মুখোমুখি নিত্য যাত্রীরা, শনি রবি বন্ধ থাকছে মেইন লাইনের এই ট্রেনগুলি

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।