লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Jio Recharge Plan: ২৮ বা ৩০ দিন অতীত! প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে এইবার জিও নিয়ে এল ৩১ দিনের রিচার্জ প্ল্যান! জানুন বিস্তারিত

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Jio Recharhe Plan: বর্তমানে দেশের বৃহত্তম টেলিকম সংস্থার মধ্যে রয়েছে মুকেশ আম্বানির জিও (Jio)। খুব অল্প সময়ে গ্রাহকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছিল এই টেলিকম সংস্থাটি। তবে এই সম্প্রতি এই টেলিকম সংস্থা তাদের প্রত্যেকটি রিচার্জ প্ল্যানের দাম ১২.৫০ শতাংশ থেকে ২৫ শতাংশ বৃদ্ধি করায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মধ্যবিত্ত গ্রাহকদের। রিচার্জের প্ল্যান বৃদ্ধি গ্রাহকদের অসন্তোষ সবকিছুর মধ্যে জিও নিয়ে এল তাদের নতুন রিচার্জ প্ল্যান।

জিও তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম বৃদ্ধির পর থেকে বহু গ্রাহক জিও ছেড়ে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL-এ নাম লেখানো শুরু করেছেন। এমতাবস্থায় গ্রাহক ধরে রাখতে তৎপর হয়েছে দেশের বৃহত্তম টেলিকম সংস্থা। জিওর (Jio) পাশাপাশি অন্যান্য যে দুই বেসরকারি টেলিকম সংস্থা এয়ারটেল ও ভিআই-এর চিন্তাও বেড়েছে। কারণ ওই দুই টেলিকম সংস্থা থেকেও বহু গ্রাহক বিএসএনএল-এ নিজেদের নম্বর পোর্ট করিয়ে নিয়েছেন।

তবে এর মাঝে মুকেশ আম্বানির টেলিকম সংস্থা গ্রাহক ধরে রাখতে ইতিমধ্যে নতুন নতুন রিচার্জ প্ল্যান উপহার দিতে শুরু করেছেন। জিও তার গ্রাহকদের যে সকল নতুন নতুন রিচার্জ প্ল্যান উপহার দিতে শুরু করেছে সেইগুলি অন্য দুই বেসরকারি টেলিকম সংস্থার নেই।যার ফলে প্রতিযোগিতার বাজারে নিজেদের কিছুটা হলেও এগিয়ে রেখেছে জিও। দাম বৃদ্ধি করার পরেও তাদের গ্রাহকদের মন জয় করতে যতটা সম্ভব নতুন নতুন রিচার্জ প্ল্যান উপহার দিতে শুরু করেছে তারা।

রিচার্জের দাম বৃদ্ধির পর জিও যে সকল রিচার্জ প্ল্যান এনেছে তার মধ্যে একটি নজরকাড়া রিচার্জ প্ল্যান হলো ৯৮ দিনের। পাশাপাশি আরো একটি রিচার্জ প্ল্যান হল ৩১ দিনের। এতদিন পর্যন্ত যে সকল রিচার্জ প্ল্যান ছিল সেগুলি সবই ২৮ ও ৩০ দিনের। সম্প্রতি ২১ দিন, ১৮ দিন ইত্যাদি নানান ভ্যালিডিটির রিচার্জ প্ল্যান লঞ্চ করার পাশাপাশি জিও নিয়ে এসেছে ৩১ দিনের রিচার্জ প্ল্যান।

WhatsApp Group Join Now

জিও-এর ৩১ দিনের এই রিচার্জ প্ল্যানটি নেওয়ার জন্য গ্রাহকদের খরচ করতে হবে ৩১৯ টাকা। ৩১৯ টাকা রিচার্জ করলে জিও গ্রাহকরা ৩১ দিনের ভ্যালিডিটির সঙ্গে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কথা বলার সুযোগ পাবেন। এছাড়াও রয়েছে প্রতিদিন ১.৫ জিবি ডেটা এবং ১০০ টি করে এসএমএস-এর সুবিধা। পাশাপাশি রয়েছে জিও টিভি, জিও সিনেমা ও জিও ক্লাউডের সাবস্ক্রিপশন সুবিধা।

আরও পড়ুন: Koel Mallick: ফের ছোট পর্দায় মহিষাসুরমর্দিনী রূপে যাবে অভিনেত্রী কোয়েল মল্লিককে! জানুন কোন চ্যানেলে দেখা যাবে?

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।