লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

RG Kar Case: গান গাইতে গাইতে নিভে গেল লগ্নিজিতার ব্যাটারি মোমবাতি! সানগ্লাস পরে প্রতিবাদে যোগ দেওয়ায় অনীককে কটাক্ষ

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

RG Kar Case: আরজিকর কাণ্ডে এখন উত্তাল গোটা দেশ। বিভিন্ন জায়গা থেকেই বের হচ্ছে পথ মিছিল, তিলোত্তমার প্রতি হওয়া অন্যায়ের বিচার চাইতে সোচ্চার সাধারণ মানুষ থেকে টলিউডের একাংশ সেলিব্রেটিরা। সোমবার, ১৯শে আগস্ট নব নালন্দা স্কুল থেকে গোলপার্ক থেকে একটি মিছিল বেরিয়েছিল যেখানে উপস্থিত ছিলেন কলকাতার বিশিষ্ট সব সঙ্গীত শিল্পীরা। সেই মিছিলেই রূপম ইসলাম, অনুপম রায়, প্রশ্মিতা পাল, লোপামুদ্রা মিত্র, শিলাজিৎ মজুমদারের সঙ্গে পা মিলিয়েছিলেন লগ্নজিতা চক্রবর্তী এবং অনীক ধর। তারপরই নেটিজেনদের কটাক্ষের শিকার হতে হয় তাদের।

এই মিছিলে দেখা গিয়েছে একটি জায়গায় জমায়েত করে যখন শিল্পীরা এবার তোর মরা গাঙে বান এসেছে গানটি গাইছিলেন তখনই লগ্নজিতা চক্রবর্তীর ব্যাটারি চালিত মোমবাতি খারাপ হয়ে যায়। তিনি সেটাকে অনবরত ঠিক করার চেষ্টা করতে থাকেন। আর এই কাণ্ড দেখেই অনেকে লেখেন, ‘আরও নিয়ে যান ব্যাটারি চালিত মোমবাতি। সাধারণ মোমবাতি ধরতে কত ভয়!’ দ্বিতীয় ব্যক্তি লেখেন ‘ঠিকই!’ কেউ আবার অনীক রাতের এই প্রতিবাদ মিছিলে সানগ্লাস পরে এসেছেন বলে কটাক্ষ করেছেন গায়ককে। লিখেছেন, ‘অনীকের চোখে কি আঞ্জনি হয়েছে?’

সঙ্গীত শিল্পীদের এই মিছিলে পা মিলিয়েছেন অন্বেষা দত্ত, মনোময় ভট্টাচার্য, পটা, অনুপম রায়, রূপম ইসলাম, লগ্নজিতা চক্রবর্তী প্রমুখ। কৌশিকী চক্রবর্তী, লগ্নজিতা চক্রবর্তী, মনোময় ভট্টাচার্যকে সামনের সারিতে দাঁড়িয়ে We want justice স্লোগান তুলতে দেখা যায়। সকলেরই হাতে ধরা ব্যাটারি চালিত মোমবাতি। ছিলেন শুভমিতা, শিলাজিৎ মজুমদার, উজ্জয়িনী, প্রমুখের মতো শিল্পীরাও। নব নালন্দা থেকে শুরু করে গোলপার্ক পর্যন্ত চলে এই মিছিল।

আরও পড়ুন: Aadhar Card-Mobile Number Link: আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিংক আছে তো? বুঝবেন কীভাবে?

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।