লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

West Bengal: সিলেবাসে যুক্ত হলো নেতাজি ও স্বামীজির নতুন দুই বই! কাদের পড়ানো হবে? দেখে নিন শিক্ষা দপ্তরের নোটিশ

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

West Bengal: মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সিলেবাসে আসছে বড় বদল। সিলেবাসে সংযুক্ত হচ্ছে নতুন কিছু। যা তরুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের অনুপ্রাণিত করবে। ভারতবর্ষের শ্রেষ্ঠ মনীষীদের তালিকায় একেবারে প্রথম দিকেই জায়গা করে নেন স্বামী বিবেকানন্দ এবং নেতাজী সুভাষচন্দ্র বসু। এবার তারা ঢুকে পড়ছেন পাঠ্যক্রমে।

মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের সিলেবাসের সংযুক্ত হচ্ছে নেতাজী সুভাষচন্দ্র বসু এবং স্বামী বিবেকানন্দের লেখা তরুণের স্বপ্ন এবং কল টু আ নেশান। বলা বাহুল্য এই দুটি তরুন প্রজন্মের কাছে গীতার মতন। দেশপ্রেম মূল্যবোধ মানবিকতা ইত্যাদি জাহির করবে এইসব বই।

যার মাধ্যমে নতুন করে অনুপ্রাণিত হবে তরুন প্রজন্ম। তবে এগুলি কেবল পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত থাকছে এর উপর থেকে আসবে না কোন প্রশ্ন। তরুণের স্বপ্ন নেতাজি সুভাষ চন্দ্রের এই লেখনি আসলে অনেকগুলি চিঠি দ্বারা পরিপূর্ণ। ১৫০ টি চিঠি সম্বলিত এই তরুণের স্বপ্ন লেখাটি ২৪টি নিজ হাতে লিখেছেন সুভাষচন্দ্র! তখনও দেশ স্বাধীন হয়নি আর সেই সময় লেখা হয় এটি। কারাগারে বসে দেশবাসীকে উদ্বুদ্ধ করতে এবং ইংরেজের বিরুদ্ধে সংঘটিত করতে এই তরুণের স্বপ্ন লেখা হয়।

অন্যদিকে উচ্চ মাধ্যমিকের সিলেবাসের জায়গা করে নিচ্ছে স্বামী বিবেকানন্দের লেখনি কল টু দ্য নেশন। নীতি নৈতিকতা মূল্যবোধ ইত্যাদি নানান বিষয় সম্বলিত এই কল টু দা নেশন। যেখানে জাতীয়তাবাদের ভাবধারা প্রসারিত হয়েছে। তবে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি জানিয়েছেন সেমিস্টার ভিত্তিতে এবারের পড়াশোনা। জোর করে ছেলেমেয়েদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে না এই বইগুলি। বরং সংসদের তরফে একেবারে নিখড়চায় এই বইগুলি দেওয়া হবে।

WhatsApp Group Join Now

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এবং মাধ্যমিক শিক্ষা পর্ষদ উভয়েই যৌথভাবে এই বই দেবে। চিরাচরিত পাঠ্য বইয়ের কেবল মুখস্ত বিদ্যা নয় বরং সামগ্রিক মানুষ করে তুলতে এই বইগুলি দলিল হিসেবে কাজ করবে বলেই মতামত প্রকাশ করেছেন শিক্ষামহল।

আরও পড়ুন: Post Office Scheme: পোস্ট অফিসের এই দুর্দান্ত স্কিমে মেয়েদের ২১ বছরেই মিলবে ৭১ লাখ টাকা! জানুন বিস্তারিত

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।