লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Neem Phooler Madhu: সাঁইয়া থেকে ভাইয়া! পর্ণার মুখে দাদা ডাক শুনে জ্ঞান হারালো সৃজন!

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Neem Phooler Madhu: পর্নার মুখে দাদা ডাক শুনে অজ্ঞান হয়ে গেল সৃজন। যাচ্ছেতাই অবস্থা গল্পের নায়কের। শেষ পর্যন্ত গোটা দত্ত পরিবার এসে সৃজনের জ্ঞান ফেরানোর জোগাড়। হলস্থুল কান্ড নিম ফুলের মধুতে (Neem Phooler Madhu) । গল্পের নায়িকার স্মৃতি হারিয়ে গিয়েছে। একটা বড় দুর্ঘটনা তাকে ভুলিয়ে দিয়েছে সে দত্ত বাড়ির বউ ছিল। বর্তমানে পর্না ফিরে গিয়েছে তার কলেজ জীবনে।

এই অবস্থায় পর্না এবং পিকলু তারা দুই ভাই-বোন আশ্রয় নিয়েছে বাবার বন্ধু অমিতেশ দত্তের বাড়িতে। সেখানে যৌথ পরিবার দেখে অভিভূত সে কিন্তু বাড়ির দুই ভাগ দেখে কিছুটা বিচলিত হয়ে পড়ে সে। এদিকে সৃজন ধীরে ধীরে পর্নার সঙ্গে বন্ধুত্ব পাতানোর চেষ্টা করলেও খুব একটা লাভ হয়নি। কারণ তাকে চিনতেই পারেনি তার স্ত্রী। উল্টে পর্না তার কাছে আর্জি জানিয়েছে এবার আর আপনাকে সৃজন বাবু বলে ডাকবো না। এবার থেকে আপনাকে সৃজন দা বলব। এটা শুনে রীতিমত অজ্ঞান হয়ে গিয়েছে সৃজন। সে ভেবেছিল হয়তো একটু একটু করে তার স্ত্রীর স্মৃতি ফিরে আসবে। কিন্তু উল্টে নিজের বরকেই কিনা দাদা বানিয়ে ছেড়েছে পর্না।\

সৃজন অজ্ঞান হয়ে পড়ে যেতেই দত্ত পরিবারের সবাই ছুটে আসে। সৃজনের মা কৃষ্ণা , সুইটি ঠাম্মা বাবা জেঠু জেঠিমা সকলে এসে সৃজনের জ্ঞান ফেরানোর চেষ্টা করে। কিন্তু পর্না কিছুতেই বুঝতে পারে না হঠাৎ করে কেন অজ্ঞান হয়ে গেল সৃজন। আদৌ কি পর্না বুঝতে পারবে সৃজনের সঙ্গে কি সম্পর্ক ছিল তার। জ্ঞান ফিরে উঠে বাড়ির সবাইকে ঠিক কি কারণ বলবে সৃজন। কি প্রতিক্রিয়া হবে বাড়ির সকলের?

আরও পড়ুন: Deepika Padukone: অন্তঃসত্ত্ব অবস্থাতেই স্বামীর হাত ধরে ভোট দিতে পৌঁছলেন দীপিকা পাড়ুকোন, স্পষ্ট বেবিবাম্প

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।