Nandini Didi: ডালহৌসি পাড়ার জনপ্রিয় নন্দিনী দিদি অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন। নিজের বিয়ের পরের লুক তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। তবে, বিয়ের দিনে কীভাবে সেজেছিলেন, কোথায় বিয়ে হয়েছে—সব তথ্য এবার প্রকাশ্যে এসেছে।
বিয়ের সাজ ও আয়োজন
বিয়ের দিন প্রচলিত লাল বেনারসি নয়, নন্দিনী দিদি বেছে নিয়েছিলেন ম্যাজেন্টা রঙের বেনারসি ও কচি কলাপাতা রঙের ব্লাউজ। মাথায় ছিল সোনালি ওড়না, গায়ে লাল জরির কাজ করা চাদর। তাঁর অনন্য সাজে নজর কেড়েছে ওড়িশি নৃত্যের মুকুট, যা খোঁপায় দেখা গেছে।
আরও পড়ুন: Ration Card: ভারতে রেশন কার্ডের ধরন ও সুবিধা! জেনে নিন সম্পূর্ণ তথ্য!
কোথাও বিলাসবহুল রিসোর্ট বা হোটেল নয়, শ্রীরামপুরের জগন্নাথ মন্দিরে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। মন্দিরে বিয়ের কারণে খাবারের আয়োজনও ছিল একদম সহজ ও ধর্মীয় রীতি মেনে—জগন্নাথদেবের ভোগ, অর্থাৎ খিচুড়ি, পায়েস, লুচি ইত্যাদি।
বিয়ের ভিডিও ভাইরাল, নেটিজেনদের প্রতিক্রিয়া
নন্দিনী দিদির বিয়ের ভিডিও প্রথম প্রকাশ করেন ব্লগার তিথি দাস, যা প্রকাশ্যে আসতেই তা নিয়ে চর্চা শুরু হয়। গায়ে হলুদের ছবিও ভাইরাল হয়েছে, যেখানে বর-কনের গায়ে হলুদ অনুষ্ঠানের ঝলক দেখা গেছে।
তবে, নন্দিনী দিদির বিয়ে নিয়ে নানা রকম মন্তব্যও করেছেন নেটিজেনরা।
-
কেউ লিখেছেন, “কিছুদিন আগেই তাঁকে দেখে মনে হয়েছিল গর্ভবতী, তাই কি তড়িঘড়ি বিয়ে?” যদিও এই দাবির কোনো সত্যতা নেই।
-
অন্য একজন প্রশ্ন তুলেছেন, “নন্দিনী তো আগেই বলেছিল সে বিবাহিত, তাহলে আবার বিয়ে?”
-
আরেকজন মন্তব্য করেছেন, “চৈত্র মাসে বিয়ে, খুব তাড়াহুড়ো মনে হচ্ছে! তবু শুভকামনা রইল।”
-
তবে অধিকাংশ মানুষই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।
নন্দিনী দিদি: পাইস হোটেল থেকে সোশ্যাল মিডিয়া তারকা
নন্দিনী দিদির পাইস হোটেলের জনপ্রিয়তা বহু আগেই ছড়িয়ে পড়েছিল, যেখানে দূরদূরান্ত থেকে মানুষ খেতে আসতেন। তাঁর দোকানের খাবারের দাম অনেক নেটিজেনের মুখস্থ ছিল। সোশ্যাল মিডিয়ায় তাঁর নানা ভিডিও ভাইরাল—খাবার পরিবেশন, গ্রাহকদের সঙ্গে কথোপকথন, ব্লগারদের সঙ্গে মজার মুহূর্ত—সবই মানুষের ভালোবাসা পেয়েছে।
সম্প্রতি তিনি নতুন একটি দোকান খুলেছেন এবং অভিনয়েও পা রেখেছেন। তাঁর জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে, আর এখন বিয়ের খবরে তিনি আরও একবার সংবাদের শিরোনামে। নতুন জীবনের জন্য নন্দিনী দিদিকে শুভেচ্ছা ও অভিনন্দন।
আরও পড়ুন: Bank Strike: ২৪-২৫ মার্চ ব্যাংক বন্ধ! ধর্মঘটের ঘোষণায় আতঙ্ক, শেষ মুহূর্তে কী সিদ্ধান্ত নিল কেন্দ্র?