লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Nachiketa Chakraborty: মহানায়ক পুরস্কার পেতে অভিনেতা হওয়া বাধ্যতামূলক? প্রশ্ন তুললেন নচিকেতা

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Nachiketa Chakraborty: কয়েক দশক ধরে যার গান শুনে বড় হয়েছেন ৯০ দশকের ছেলে মেয়েরা। গানের জগতে যিনি এনে দিয়েছে বিপুল এক পরিবর্তন। সেই নচিকেতা চক্রবর্তী কিছুদিন আগেই পেয়েছিলেন মহানায়ক সম্মান পুরস্কার। নচিকেতা এই মহানায়ক সম্মান পাওয়ার পর থেকেই নানান প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। একাধিক ট্রলের শিকার হতে হয়েছে গায়ককে। নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty) তো গায়ক অভিনেতা তো নয়, তাহলে কেন তাকে দেওয়া হলো এই সম্মান? সাক্ষাৎকারে নিজের এই পুরস্কার পাওয়া নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর দিলেন গায়ক।

তাঁকে প্রশ্ন করা হয় তিন দশকে অজস্র সম্মান, ভালবাসা পেয়েছেন নচিকেতা (Nachiketa Chakraborty)। সেই জায়গা থেকে, ‘মহানায়ক সম্মান’ তাঁর কাছে কতটা বিশেষ? উত্তরে নচিকেতা জানান ‘উত্তমকুমার তো বাঙালির কাছে আবেগের। তাঁর নামের পুরস্কার পাওয়া অবশ্যই আমার অন্যতম বড় প্রাপ্তি। ভাল লেগেছে।’ অনেকেই প্রশ্ন তুলেছেন নচিকেতা তো গায়ক, নায়ক নন। তাহলে কিভাবে তাকে মহানায়কের সম্মান দেওয়া হলো? এই প্রসঙ্গে বলে রাখা ভালো নচিকেতা নিজের বিভিন্ন মিউজিক অ্যালবামে অভিনয় করেছেন। সে ক্ষেত্রে তার এই প্রতিভার কথা অনেকেই কিন্তু জানেন না।

এই প্রসঙ্গে নচিকেতা বলছেন, ‘মহানায়ক সম্মান কিন্তু কেবল অভিনয়ের পুরস্কার নয়। মহানায়ক মানে অভিনেতা মহানায়ক নন। মহানায়কের সম্মানে আমায় এই পুরস্কার দেওয়া হয়েছে আমার গোটা জীবনের কাজের জন্য। এটা আমার কাছে বড় প্রাপ্তি। কাউকে যদি নোবেল পুরস্কার দেওয়া হয়, তাকে কি বিজ্ঞানী হতে হবে? কিছু অশিক্ষিত মানুষ অনেক রকম কথা বলছেন।

তাঁদের বুঝতে হবে, আমি তো ফিল্ম ইন্ডাস্ট্রিরই লোক। অন্তত ১২টা ছবিতে মিউজিক করেছি। তাহলে আমি কি সেই পুরস্কারটা পেতে পারি না? মহানায়ক পুরস্কার পাওয়ার জন্য আমায় অভিনেতাই হতে হবে এটা কোথায় লেখা আছে? ‘মহানায়ক’-একটা ব্র্যান্ড। নোবেল পুরস্কার তাহলে অভিনেতাকে দেওয়ার কি দরকার, কেবল বিজ্ঞানীদের দিলেই পারত।’

WhatsApp Group Join Now

তবে কি এতদিন ভুল ধারণা নিয়ে ছিলেন মানুষ? এতদিন মহানায়ক পুরস্কার অভিনেতা অভিনেত্রীর পেতেন বলেই কি এই বিতর্কে সৃষ্টি হয়েছে? এই প্রসঙ্গে নচিকেতা জানান ‘ধরে নিন না, আমায় দিয়েই শুরু হল মহানায়ক সম্মান অভিনয়ের বাইরের শিল্পীদের দেওয়া। এরপরে অন্যান্য সঙ্গীতশিল্পীরা পাবেন, পরিচালকেরা পাবেন। আর অভিনয়ের বাইরেই বা বলি কি করে? গানে অভিনয় নেই? আমার ভাল লাগছে, এটা একটা ট্রেন্ড তৈরি হল।

আমি নিজেই একজন ট্রেন্ডসেটার। আমায় দিয়েই তো ট্রেন্ড তৈরি হয়। অন্য কেউ মহানায়ক সম্মান পেলে এত লেখালেখি হত বলে মনে হয় না। কতগুলো অশিক্ষিত লোক বলাবলি করছে, নচিকেতা মহানায়ক পুরস্কার কেন পেল ও তো অভিনয়েই করে না। আসলে আমার জনপ্রিয়তাটা এখনও ৩১ বছর আগের মতোই রয়েছে। আমায় নিয়ে লিখলে ওদের টিআরপি বাড়ে।’

আরও পড়ুন: Today’s Gold Rate: সোনার দাম পড়ল বাজেটের পর, আজ শুক্রবার সোনা কেনার মোক্ষম সুযোগ

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।