Myths vs Facts: বহুকাল ধরেই প্রচলিত রয়েছে যে ঘন ঘন মাথা ন্যাড়া করে দিলে বাচ্চাদের চুল আরও কালো এবং ঘন হয়। আট থেকে আশি সকলেই জীবনে একবার না একবার এই কথা শুনেছেন। এই পুরানো কথা (Myths vs Facts) অনুযায়ী ছোট্ট শিশুদের চুল বারবার ন্যাড়া করে দিলে ওই শিশু ঘন চুল পায়। তবে আদেও কি এই কথায় সত্যতা রয়েছে? এই মতবাদের বৈজ্ঞানিক ব্যাখ্যা শুনলে চোখ কপালে উঠবে। বিশদে জানতে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো।
চুলের বৃদ্ধি সাধারণত মাথার উপরিত্বকের স্বাস্থ্য এবং শরীরের আরও বেশ কিছু খুঁটিনাটি বিষয়ের উপর নির্ভর করে। বিজ্ঞান বলছে শুধুমাত্র ন্যাড়া করার উপর কারো চুলের ঘনত্ব বা টেক্সচার পরিবর্তন হওয়া সম্ভব নয়। শিশুর চুল কেমন হবে তার পুরোটাই নির্ভর করে তার জেনেটিক্সের উপর। বিখ্যাত শিশুচিকিৎসকদের ব্যাখ্যা অনুযায়ী বারবার ন্যাড়া করার পুরা কথাটি (Myths vs Facts) সম্পূর্ণ ভিত্তিহীন।
সব শিশুদেরই জন্মের সময় তাদের চুল পাতলা এবং নরম থাকে। এই অবস্থার চুলকে বিজ্ঞানের পরিভাষায় বলা হয় ভেলাস হেয়ার। এরপর শিশুর বয়স বাড়ার সাথে সাথে হরমোন পরিবর্তনের সাথে জেনেটিক কারণের উপর নির্ভর করে শিশুর চুলে ঘনত্ব এবং আরও বেশি কালো হয়। এই বিষয়ে চিকিৎসকদের মত যে বারবার ন্যাড়া করলে এই চুলের ঘন ও কালো হওয়ার প্রক্রিয়াকে দ্রুত করে না।
এই বারবার ন্যাড়া করার ঘটনাটি নিছক কুসংস্কার (Myths vs Facts) ছাড়া অন্য কিছু ভাবা হয়না। জন্মের ৬ থেকে ১২ মাসের মধ্যেই শিশুর চুল ঘন হতে শুরু করে। এরপর এক বছর বয়স থেকে বাবা মায়েরা শিশুর মাথা বারবার ন্যাড়া করিয়ে দিতে থাকেন। যা আদতে ভিত্তিহীন। বয়সের সাথে শিশুর চুল তার বংশগত বৈশিষ্ট্য অনুযায়ী বাড়তে থাকে।
এর থেকে বোঝা যায় শিশুর চুল ভালো রাখতে বারবার ন্যাড়া না করিয়ে তার মাথার তালু পরিষ্কার রাখার দিকে নজর দিতে হবে। ন্যাড়া হলে গরমে আরাম লাগলেও চুলের গঠনে এর কোনো ভূমিকা নেই।
অবশ্যই পড়ুন। Madhyamik Result: মাধ্যমিক ২০২৫-এর ফলপ্রকাশের দিন ঘোষণা? ১২ মে না ২০ মে, কী বলছে পর্ষদ!