লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

টলিপাড়ায় এবার নতুন জুটি! ৪০-এ এসে শুভাশিসের প্রেম পড়লেন অভিনেত্রী মনামী

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Monami Ghosh-Subhasish Mukherjee: টলিপাড়ায় একের পর এক বিচ্ছেদের খবরের মাঝে মনামী ঘোষ এর জীবনে নতুন প্রেম এলো। ৪০ বছর বয়সে আবার নতুন করে প্রেমে পড়লেন মনামী। কাকে মন দিলেন টলি সুন্দরী? মনামীর এই প্রেমিকের নাম শুভাশিস মুখোপাধ্যায়। হ্যাঁ, টলিপাড়ার বর্ষীয়ান অভিনেতা। এবারে তার সঙ্গেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন সুন্দরী অভিনেত্রী। এই খবর শোনার পর থেকেই তো সকলের মনে নানান রকম প্রশ্ন উঠেছে। এবারে সেই সকল প্রশ্নের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জবাব দিলেন মনামী।

খবরটি শুনে অবাক হওয়ার কিছু নেই। আসলে শুভাশিস এবং মনামীর প্রেম অন স্ক্রিনের, বাস্তব জীবনের নয়। রাজু মজুমদার পরিচালিত ‘ফণীবাবু যুগ যুগ জিও’ সিনেমায় জুটি বাঁধছেন দুজন। চিত্রনাট্য-সহ ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, “এমন মন কেড়ে নেওয়া, দারুণ আর পাঁজরে সুড়সুড়ি দেওয়া স্ক্রিপ্ট আমি আগে কখনও পড়িনি… আমার পরবর্তী..।”

তবে অন স্ক্রিন জুটি হলেও তাদের বয়সের পার্থক্য তো অনেক। এই নিয়ে মনামির কি বক্তব্য? এই প্রশ্নের উত্তরে মনামী জানিয়েছেন বয়সের পার্থক্য নিয়ে তার কোনো সমস্যা নেই। বরং এই বয়সের পার্থক্যই সিনেমার গল্প আরো জমিয়ে তুলবে বলে তার বিশ্বাস। কারণ গল্প আবর্তিত হবে বৃদ্ধস্য তরুণী ভার্যাকে কেন্দ্র করে। আর তাতে নানা হাসি-মজার মুহূর্ত থাকবে।

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

WhatsApp Group Join Now

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

আদিকা প্রোডাকশনসের প্রযোজনায় তৈরি হচ্ছে ‘ফণীবাবু যুগ যুগ জিও’। পরিচালনার পাশাপাশি সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও সংলাপের দায়িত্বও সামলেছেন রাজু মজুমদার। নিবেদনায় আদিত্য অশোক। আপাততম মনামীর আসন্ন ছবি মুক্তির পথে। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘পদাতিক’। ছবিতে মৃণাল সেনের ভূমিকায় বাংলাদেশি তারকা চঞ্চল চৌধুরী। আর মনামী অভিনয় করেছেন মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে।

আরও পড়ুন: Arjun Chakrabarty: নিজেদের বিচ্ছেদের জল্পনা উড়িয়ে রবিবার দিন স্ত্রী এর সঙ্গে ছবি পোস্ট করলেন অভিনেতা অর্জুন

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।