Ration Card: আপনিও যদি ভারতীয় নাগরিক হন এবং ভারত সরকারের সস্তা অথবা বিনামূল্যের রেশন পরিষেবা গ্রহণ করে থাকেন তবে এই প্রতিবেদনটি আপনার বিশেষ সাহায্যে সক্ষম হতে চলেছে। সূত্রের খবর ইতিমধ্যেই ৫.৮ কোটি জাল রেশন কার্ড বাতিল করেছে ভারতীয় কেন্দ্র সরকার।
ডিজিটালাইজেশন এবং ড্রাইভের আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই জানিয়েছে। শোনা যাচ্ছে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমেও কিছু পরিবর্তন আনা হয়েছে যাতে সহজেই রেশন কার্ড জালয়াতি হয়েছে নাকি খাঁটি সেটা সহজেই জানা যায়। জানা যাচ্ছে এতে করে দেশের অতিরিক্ত কিছু খরচ যেমন বাঁচবে তেমনই খাদ্যের মান কিছুটা উন্নতি করা সম্ভব হবে। এর মাধ্যমে এবার থেকে শুধু দেশের গরীব এবং সত্যি অভাবী মানুষরাই এবার থেকে এই সুবিধা পেতে পারবেন।
খাদ্যদপ্তর জানিয়েছে এবার থেকে ৮০.৬ কোটি সুবিধাভোগীদের পরিষেবা দেওয়ার জন্য তাদের আধার যাচাই এবং KYC আপলোড করার মাধ্যমে ৫.৮ কোটি জাল রেশন কার্ড বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে যেমন বিভ্রান্তি কমবে তেমন শুধুমাত্র অভাবীদের কাছে রেশন পরিষেবা পৌঁছে দেওয়া যাবে।
ইতিমধ্যেই ২০.৪ কোটি রেশন কার্ড ডিজিটালাইজড করে দেওয়া হয়েছে যার মধ্যে ৯৯.৮ শতাংশ কার্ড যুক্ত করে দেওয়া হয়েছে আধারের সাথে। এছাড়াও ৯৯.৭ শতাংশ মানুষকে বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে চিহ্নিত করা হয়েছে।
অন্যদিকে ন্যায্য মূল্যের দোকানে ৫.৩৩ POS যন্ত্রপাতি ইন্সটল করা হয়েছে। এর মাধ্যমেই শস্য বিতরণের সময় আধার যাচাই চলছে। তাই বায়মেট্রিকের মাধ্যমে নিশ্চিত করে নেওয়া হচ্ছে যে যোগ্যরা রেশন পাচ্ছেন কিনা।
আরও পড়ুন: FD Interest: ৮.৭৫% রিটার্ন! দুর্মূল্যের এই বাজারে ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ সুদ দিচ্ছে ৪টি ব্যাঙ্ক