লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Mithijhora: সার্থককে ভুল বুঝল স্রোত! গুরুতর অভিযোগ আনল স্যারের বিরুদ্ধে! স্রোত-সার্থকের সম্পর্ক কোন দিকে মোড় নিতে চলেছে?

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Mithijhora: জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা (Mithijhora)। ধারাবাহিকের গল্পে স্রোত হল নায়িকা রাইপুর্ণার ছোট বোন। স্রোত একজন ডাক্তারি স্টুডেন্ট। কলেজে পড়তে গিয়ে তাঁর আলাপ হয়েছে স্যার সার্থকের সঙ্গে। স্যারের সঙ্গে বহুবার বিবাদে জড়িয়েছে স্রোত। তবুও তাঁরা একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়েছে। সার্থক ও স্রোতের রসায়ন ভালো লাগছে দর্শকদের। ‌ তবে এরই মধ্যে ঘটে গেল একটি ভুল বোঝাবুঝি ঘটনা। 

‘মিঠিঝোরায়’ স্রোত ভুল বুঝল সার্থককে! অপবাদ আনল স্যারের বিরুদ্ধে

ধারাবাহিকের পর্বে দেখা গিয়েছে, স্রোতের খুব জ্বর থাকায়, সে অসুস্থ থাকায় স্রোতের বন্ধুরা স্যারকে গিয়ে বলে স্রোতের চিকিৎসার জন্য ওষুধ দিতে। স্রোত যখন জ্বরের ঘোরে ঘরে একা ছিল, তখন সার্থক এসে স্রোতকে সুস্থ করে তোলার জন্য ওষুধ দেয়। ‌স্রোত একা থাকা অবস্থায় সার্থক তাঁর ঘরে আসায়, গোটা ঘটনাটি নিয়ে তোলপাড় শুরু হয়।

স্রোতের বিরুদ্ধে নোংরা অভিযোগ তোলে ক্লাসের অন্যান্য স্টুডেন্টরা। ঘটনাটিতে বিরক্ত স্রোত এরপর সার্থককে যা নয় তাই কথা শোনায়। ‌এমনকি এও বলে, সার্থক নাকি এমন এক অন্যায় করেছি যার জন্য পুলিশের কাছে অভিযোগ জানাতে পারে। ‌ আর এই কথা শুনে বিন্দুমাত্র বিচলিত হয় না সার্থক। ‌সে বলে, একজন ডাক্তারি ছাত্রী হয়ে এই ধরনের ভাবনা চিন্তা নিম্ন মানসিকতার লক্ষণ।

WhatsApp Group Join Now

আরও পড়ুন: Kar Kache Koi Moner Katha: তীর্থকে আঁকড়ে বাঁচতে চায় পুতুল! স্বামীকে বাঁচাতে এইবার কোন পথ বেছে নেবে সে?

সার্থক চলে যেতে স্রোতের বন্ধুরা তাঁকে এসে বলে, সার্থক তাঁদের কথা শুনেই স্রোতের ঘরে গিয়েছিল তাঁকে ওষুধ দিতে। স্রোতের অন্যায় হয়েছে স্যারকে কিভাবে কথা শোনানো। বন্ধুদের কথা শুনে স্রোত নিজের ভুল বুঝতে পারে। সে মনে মনে ভাবতে থাকে, স্যার যখন তাঁর ঘরে এসেছিল তখন তাঁর ধুম জ্বর। জ্বরের ঘোরে সে স্যারকে কিছু ভুল বলে দেয়নি তো! এই চিন্তায় ঘুরতে থাকে স্রোতের মনে।

About Author