লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

মা-ছেলের ফুলশয্যা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া! সিরিয়াল নিয়ে অবশেষে মুখ খুললেন ‘শিমুল’ মানালি

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

জি বাংলায় (Zee Bangla) শুরু হয়েছে বেশ কয়েকটি নতুন ধারাবাহিক। সেই ধারাবাহিক গুলির মধ্যে থেকে এখন সব থেকে বেশি চর্চায় রয়েছে ‘কার কাছে কই মনের কথা’ (Kar kache koi moner kotha)। এই ধারাবাহীকে প্রধান চরিত্রে রয়েছেন মানালি দে (Manali Dey)। এই চরিত্রের নাম শিমুল (Shimul)।

যত দিন যাচ্ছে শিমুল চরিত্রটি দর্শকদের কাছে তত ভালো লাগছে। বহুদিন পর এমন এক প্রতিবাদী চরিত্র উপহার পেয়েছে দর্শকরা। এই ধারাবাহিকে যেমন নাটকীয়তা (Dramatic) রয়েছে তেমনভাবেই রয়েছে বাস্তবতা। আর এই দিক দুটির কারণেই ধারাবাহিকটি বেশি করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে।

মা ছেলের ফুলশয্যা, শাশুড়ি বৌমার কুট কাচালি আর পারিবারিক কলহনের জেরে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে হচ্ছে ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকটিকে। এই প্রসঙ্গে হিন্দুস্থান টাইমস বাংলাকে ইন্টারভিউ দেওয়ার সময় মুখ খোলেন মানালিতে। তিনি বলেছেন, আসলে এমন ঘটনা কিন্তু অনেক ঘটে।

manali dey
manali dey

হয়তো তিনি সামনাসামনি এমন ধরনের ঘটনা দেখেননি। তার মানে এই না যে আসলেই এই ঘটনা কোন মেয়ের সাথে হচ্ছে না। যদি সোশ্যাল মিডিয়াতে চোখ রাখা হয় আর ভালো করে ফলো করা হয় তাহলে এইসব কথা সহজেই শুনতে পাওয়া যায়। অনেকেই কিন্তু শিমুলের পাশে দাঁড়িয়েছে। এই তালিকায় মেয়েদের সংখ্যাই বেশি। এমন অনেক মেয়ে রয়েছেন যাদের সাথে আসলেই এমন ঘটনা ঘটেছে।

WhatsApp Group Join Now

ধারাবাহিকটি শুরু হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। শিমুল এমন একটি চরিত্র যা সমাজে মেয়েদের অবস্থা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে। একদম বাস্তব দিক থেকে উঠে এসেছে এই সিরিয়ালে (Kar kache koi moner kotha plot)। তবে অন্যান্য চরিত্রের মতো মুখবুদের সহ্য করছে না শিমুল।

প্রতিটি লাঞ্ছনা গঞ্জনার যুক্তিসহ উত্তর দিচ্ছে সে। ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকের বিপরীতে যেসব প্রস্তুত ধারাবাহিক গুলি রয়েছে সেগুলিতে অতি নাটকীয়তা দেখতে পাওয়া যায়। শিক্ষণীয় কোন বিষয়ই নেই এসব ধারাবাহিক। কিন্তু সেই সব দিক থেকে ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিক অনেকটাই স্বতন্ত্র।

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।

Leave a Comment