লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Durga Puja Donation: অনুদান নিলে পূজা মণ্ডপে টাঙাতে হবে মুখ্যমন্ত্রীর ছবি! কড়া বার্তা বিধায়কদের

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

৮৫ হাজার টাকা দেওয়া হয়েছে অনুদান। আর এই অনুদান নিয়ে শুরু হয়েছে নতুন করে চর্চা। অনুদান নিলে মণ্ডপের ভিতরে লাগাতে হবে, মমতার ছবি। এমন নিদান দিয়েছেন তৃণমূল বিধায়ক। ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী প্রকাশ্য সভা থেকে জানিয়ে দিয়েছেন যেসব পুজো কমিটির সরকারি অনুদান নেবেন তারা যেন অবশ্যই মমতার ছবিটাঙাবেন।

তারপর থেকেই শুরু হয়েছে নতুন করে চাপানোতোর। মা দুর্গার সঙ্গে কিনা থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি। রীতিমতো হুশিয়ারি দিতে দেখা গিয়েছে তৃণমূল বিধায়ককে। এদিন তিনি সভা থেকে আরো বলেন টাকাটা নিচ্ছেন অথচ মুখ্যমন্ত্রীর ছবি লাগাচ্ছেন না।

এদিকে বিধায়কের মন্তব্যের সময় তার সামনেই বসে ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায়, বিডিও দেব জিৎ দত্তসহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। তাদের সামনেই বিধায়ক এই মন্তব্য করেন। কিভাবে সরকারি আধিকারিকদের সামনে একজন জন প্রতিনিধি এমন মন্তব্য করেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। দুর্গা পুজো কি তবে রাজনৈতিক এই প্রশ্ন তুলেছেন একাংশ।

WhatsApp Group Join Now

এদিন পাল্টা বিধায়ক বলেন যদি ছবি টাঙ্গানোর ক্ষমতা না থাকে তবে অনুদান নেওয়ার সময় ভাবতে হবে। এই প্রসঙ্গে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোনার বলছেন, মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবার জন্য উনি এই কথা বলেছেন। এটা অত্যন্ত স্বাভাবিক।

আরও পড়ুন: Petrol Diesel Price Today: অক্টোবরের মাসের প্রথমেই সস্তা হল তেলের দাম! ফুল ট্যাঙ্ক করানোর আগে এক নজরে দেখে নিন পেট্রোল-ডিজেলের দাম

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।