Digha Jagannath Temple: দীঘা জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple) উদ্বোধনের দিনক্ষণ চূড়ান্ত। আগামী ৩০ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থেকে এই ধর্মস্থানের শুভ উদ্বোধন করবেন। আর সেই উদ্বোধন ঘিরেই এল বড় চমক—জগন্নাথ দেবের জন্য স্বর্ণ ঝাড়ু উপহার দিচ্ছেন মুখ্যমন্ত্রী নিজেই।
স্বর্ণ ঝাড়ু উপহার মুখ্যমন্ত্রীর, ঘোষণা নবান্ন থেকে Chief Minister gifts golden broom, announcement from Nabanna
নবান্নে এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, পুরী জগন্নাথ মন্দিরে যেমন রথযাত্রার সময় সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করা হয়, দীঘার মন্দিরেও সেই ঐতিহ্য বজায় রাখতে চায় রাজ্য সরকার। সেই কারণেই ₹৫ লক্ষ ১ টাকার একটি চেক প্রস্তুত রাখা হয়েছে স্বর্ণ ঝাড়ুর জন্য।
👉 মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী:
“যখনই দান সংগ্রহ শুরু হবে, আমি প্রথমেই দান করবো জগন্নাথ দেবের স্বর্ণ ঝাড়ুর জন্য।”
শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে
১৭ এপ্রিল, বুধবার, নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মন্দির উদ্বোধন ঘিরে নানা গুরুত্বপূর্ণ নির্দেশ দেন। উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘ, ইসকন (ISKCON) সহ অন্যান্য ধর্মীয় সংস্থার প্রতিনিধিরা।
✔️ ভিড় নিয়ন্ত্রণ,
✔️ ট্রাফিক ম্যানেজমেন্ট,
✔️ নিরাপত্তা ব্যবস্থা—সব কিছুই পর্যাপ্তভাবে তদারক করতে বলা হয়েছে।
বিশেষ সতর্কতা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে, যাতে কোনও দুর্ঘটনা বা বিশৃঙ্খলা না ঘটে।
তারিখ | কার্যক্রম | বিবরণ |
---|---|---|
২৮ এপ্রিল | আগত ভক্তদের আগমন | যারা উপস্থিত থাকতে চান, তাঁদের ওই দিন দীঘায় পৌঁছনোর পরামর্শ |
২৯ এপ্রিল | যজ্ঞ আয়োজন | ধর্মীয় যজ্ঞ, টিভিতে সম্প্রচার করা হবে |
৩০ এপ্রিল | উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান | মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন, থাকবে নামী শিল্পীদের পরিবেশনা |
দীঘার পর্যটনে যুক্ত হল আরেক ধর্মীয় ঐতিহ্য
দীঘা শুধু একটি সমুদ্র সৈকত শহর নয়, এবার সেখানে যোগ হতে চলেছে এক বিশাল ধর্মীয় কেন্দ্র। Digha Jagannath Mandir উদ্বোধনের পর পর্যটকদের জন্য এটি এক বিশেষ আকর্ষণ হয়ে উঠবে।
অবশ্যই দেখবেন: বড় রায় সুপ্রিম কোর্টের! ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরি ফেরত পেলেন হাজার হাজার শিক্ষক
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |