লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Mamata Banerjee: হাওড়া হুগলিতে জমি খালি নেই, চারিদিকে শুধু শিল্প…;সেমিকন্ডাকটর ফ্যাক্টরি স্থাপন প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Mamata Banerjee: বেকারত্বের পচা গন্ধে জর্জরিত বাংলা। এরই মধ্যে বাংলার নতুন শিল্প স্থাপনের খবরে খুশি সকলেই। সম্প্রতি প্রধানমন্ত্রীর আমেরিকা সফরে যাওয়ার পরেই ভারতে সেমিকন্ডাকটর কলকারখানা তৈরির খবর। পশ্চিমবঙ্গেই তৈরি হতে চলেছে এই রকম সেমিকন্ডাকটর কারখানা। এর ফলে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে নতুন শিল্প। এতে অর্থনৈতিক যেমন উন্নতি হবে তেমনি হবে কর্মসংস্থান ও। এছাড়া এই সেমিকন্ডাকটর ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি তৈরি হলে ” মেড ইন ইন্ডিয়া ” থিমেও গতি আসবে। শিল্প বৃদ্ধির খবরে খুশি মমতা বনদ্যোপাধ্যায়ও।

আমেরিকা সফরে গিয়ে সেখানে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠকে বসেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই ভারতে এই ফ্যাক্টরি নির্মাণের খবর এলে বৃহস্পতিবার একটি বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি বলেন ‘এটা বাংলার জন্য একটা বিরাট অ্যাচিভমেন্ট। আমাদের ওয়েবেল এই কাজটা ৩ বছর ধরে করে আসছে’। নতুন শিল্প এলে অনেক মানুষ কাজের সুযোগ পাবেন বলেও তিনি জানিয়েছেন।

রাজ্যের এদিনের বৈঠকে হাজির ছিলেন রাজ্যের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দোপাধ্যায় থেকে শুরু করে মুখ্য সচিব মনোজ পান্থ ও। বাংলায় সেমিকন্ডাকটর কারখানা গড়ে তোলার খবরে সকলেই আনন্দিত। এই বিষয়ে মুখ্যসচিব মনোজ পান্থ বলেন ‘আমেরিকারকনসাল জেনারেলের সাথে বৈঠক হয়েছে। এই সেমিকন্ডাক্টর তৈরী করা হবে তা নিয়ে আলোচনা হয়েছে। তাছাড়া ওনাদের কিরকম ভাবনা চিন্তা সেই বিষয়েও জানতে চাওয়া হয়েছিল’।

পশ্চিমবঙ্গে শিল্প প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বনদ্যোপাধ্যায় জানান, ‘হাওড়া ও হুগলিতে একদমই জমি ফাঁকা নেই। বর্ধমান রোড ধরে কলকাতা ফেরার পথে খেয়াল করেছি দুপাশে কোথাও জমি খালি নেই। সমস্ত জায়গায় শিল্প হয়েছে। বাংলা এখন কৃষিকাজের সাথে শিল্পে মোড়া। তাছাড়া বাংলায় শিল্প সস্মেলনের আগেই একটা রোড ম্যাপ বানানো হয়েছিল। সেই অনুযায়ী দুবাই থেকে লুলু গ্রূপ আসছে। তাদের জন্য ইতিমধ্যেই জমি তৈরী করে রাখা হয়েছে’।

WhatsApp Group Join Now

এছাড়া বৈঠকে স্বাস্থ্য পরিষেবা নিয়েও আলোচনা করা হয়েছে। হাসপাতাল গুলোতে সঠিক পরিকাঠামো তৈরির কথা বলা হয়েছে। এই জন্য বরাদ্দ হয়েছে ১০০ কোটি টাকা এমনটাই জানা যাচ্ছে। হাসপাতাল ও কলেজ গুলিতে বায়োমেট্রিক এন্ট্রি ব্যবস্থা চালু করার কথা ভাবা হয়েছে। তিনি বলেন এই বিষয়ে কলেজ অধ্যক্ষদের সব কিছু জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও প্রতিটি ফ্লোরে বিপদকালীন আলার্মিং সিস্টেম চালু করার কথা ভাবা হয়েছে।

আরও পড়ুন: Government of West Bengal: পুজোর আগেই লক্ষীলাভ! পুজোর আগে ৬০০০ টাকা বেতন বৃদ্ধি এই সরকারী কর্মচারীদের

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।