লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Mamata Banerjee: “বৃষ্টিতে ভিজো না…” জুনিয়র ডাক্তারদের পাশে মমতার সহানুভূতির সুর

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Mamata Banerjee: শনিবার সন্ধ্যা ছয়’টায় কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাসভবনে বৈঠকের কথা ছিল জুনিয়র ডাক্তারদের সাথে মাননীয়ার। কিন্তু এবারও সেই ভিডিও স্ট্রিমিং জটে আটকে গেলো বৈঠক। মুখ্যসচিব মনোজ পন্ত মহাশয় জুনিয়র ডাক্তারদের এই বৈঠকে আমন্ত্রণ করেন।

সেই মতো সন্ধ্যে ৬টা বেজে ৪০ মিনিটে জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছে যান। এরপর বিশ্রাম নিয়ে ৭টা বেজে ১০ মিনিটে বৈঠক শুরুর কথা ছিল। কিন্তু ওই একই কারণে শুরু করা যায়নি বৈঠক। দফায় দফায় আলোচনা হলেও এখনও এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়নি।

শুক্রবার থেকেই মৌসুমী অক্ষরেখা এবং নিম্নচাপের জেরে ভিজছে গোটা রাজ্য। এর মধ্যেই বাইরে অপেক্ষারত জুনিয়র ডাক্তারদের দের ঘণ্টারও বেশি সময় ধরে অপেক্ষা করতে দেখে মুখ্যমন্ত্রী নিজের বাসভবন থেকে বেরিয়ে আসেন। ওই সময় মাননীয়া নিজের বাসভবনে অপেক্ষায় ছিলেন।

তিনি জুনিয়র ডাক্তারদের সাথে কথা বলেন এবং হাতজোড় করে অনুরোধ করেন বৃষ্টিতে না ভিজতে। তিনি বলেন জুনিয়র ডাক্তারদের জন্য ছাতার ব্যবস্থা করা হয়েছে, বসার জায়গাও রাখা হয়েছে। তাঁদের সেখানে বসতে অনুরোধ করেন। তিনি বলেন “তোমরা ভিজবে না, এটা অনুরোধ করছি। তোমাদের জন্য জায়গা করা আছে তো।”

WhatsApp Group Join Now

এর সাথেই তিনি যোগ করেন “বৈঠক না করলে অন্তত এক কাপ চা খেয়ে যাও তোমরা। ভিজো না তোমরা। তোমাদের অসুখ করলে আমার খারাপ লাগবে।” বলে রাখা ভালো জুনিয়র ডাক্তারদের হাতে সরাসরি রেকর্ড হওয়া ভিডিও তুলে দিতে অস্বীকার করেন। যার জন্যই এই বৈঠক সম্পন্ন হলোনা হলেই জুনিয়র ডাক্তাররা জানান।

আরও পড়ুন: Kolkata Weather: ৬ ফুট পর্যন্ত বাড়তে চলেছে গঙ্গার জল! তবে কি খোদ কলকাতায় বন্যার ভ্রুকুটি? কি বলছে হওয়া অফিস জেনে নিন

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।