লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Ayushman Bharat: আজই বানিয়ে ফেলুন আয়ুষ্মান ভারত কার্ড; বছরে সরকার দেবে ১০ লক্ষ টাকা! জানুন বিস্তারিত

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Ayushman Bharat: ক্ষমতায় আসার পর থেকে দেশের সাধারণ মানুষের জন্য নানান প্রকল্প শুরু করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এর অধীনে স্বাস্থ্য বীমা কভারেজ ৫ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা করার জন্য প্রস্তুতি নিয়েছে কেন্দ্রীয় সরকার। ভারত সরকারের এই পদক্ষেপের ফলে দেশের সাধারণ মানুষ আরও বেশি করে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে আয়ুষ্মান কার্ড তৈরি করবেন। ভারত সরকারের তরফে জানানো হয়েছে মহিলাদের জন্য কভারেজের পরিমাণ ১৫ লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে।এর দ্বারা উপকৃত পরিবারের সংখ্যা বৃদ্ধি এবং দ্বিগুণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে, এমনটাই জানা যাচ্ছে ভারত সরকারের তরফে।

ইতিমধ্যে সরকার এই বিষয়ে একটা ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলেছে। এক বিশ্বস্ত সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ইতিমধ্যে বেসরকারি হাসপাতালে সুবিধাভোগীর সংখ্যা ৫৫ কোটি থেকে বাড়িয়ে ১০০ কোটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে। পরিকল্পনা সফল হলে ভারত সরকারের এই প্রকল্পটি অনেকটাই প্রসারিত হবে।

জানুন, সংবাদ সংস্থার প্রতিবেদনে কি জানানো হয়েছে?

সংবাদ সংস্থা ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের প্রতিবেদনে জানিয়েছে, এনডিএর তৃতীয় মেয়াদে স্বাস্থ্য মন্ত্রকের অন্যতম প্রধান অগ্রাধিকার হলো আয়ুষ্মান ভারত কার্ডের পরিধি প্রসারন। আয়ুষ্মান ভারত যোজনাটি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা নামেও সম্যক পরিচিত। বর্তমানে সরকারের ফ্ল্যাগশীপ স্বাস্থ্য বীমা প্রকল্প হিসেবে এটি পরিগণিত হয়ে থাকে। বর্তমানে বিশ্বের বৃহত্তম প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো এটি। এই মুহূর্তে দেশের ১২ কোটি দরিদ্র পরিবারের প্রায় ৫৫ কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা গ্রহণ করে থাকেন। বর্তমান সময়ে দাঁড়িয়ে হাসপাতালে তাদের চিকিৎসার জন্য প্রতি বছর ৫ লক্ষ টাকা করে খরচ করা হয়।

WhatsApp Group Join Now
জানুন, কীভাবে আয়ুষ্মান কার্ডের আবেদন করবেন?

● প্রথমে আয়ুষ্মান ভারত প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

● এরপর সেখানে গিয়ে স্ক্রিনে Am I Eligible নামের একটি ব্যানারে ক্লিক করতে হবে।

● এরপরে Benificiary অপশনে ক্লিক করে মোবাইল নম্বর ভেরিফাই করতে হবে। মোবাইল নম্বর সঠিকভাবে এন্টার করলে একটি ওটিপি আসবে। সেই ওটিপি দিতে হবে এবং তার সাথেই ক্যাপচা কোড এন্ট্রি করতে হবে।

● এরপরে আপনাকে Search For Benificiary বাটনে ক্লিক করতে হবে এবং তারপর আপনাকে আপনার রাজ্য নির্বাচন করতে হবে। এরপরে আপনাকে নির্দিষ্ট জায়গাতে PMJAY লিখতে হবে।

● এরপরে রেশন কার্ডের ফ্যামিলি আইডি এবং লোকেশন লিখে নিজের বাড়ি গ্রাম্য এলাকা, নাকি শহর এলাকায় তা বিশদে জানাতে হবে। এরপরে আধার কার্ডের সমস্ত তথ্য পূরণ করতে হবে।

● এরপরে যে ব্যক্তির নামে আয়ুষ্মান কার্ড তৈরি করতে চাইছেন তার নাম সিলেক্ট করতে হবে এবং তারপর তার সমস্ত ডিটেলস ভেরিফাই করতে হবে। আধার কার্ড অপশন সিলেক্ট করে ওটিপির মাধ্যমে ভেরিফাই করতে পারেন।

● আধার কার্ড ভেরিফাই হয়ে যাওয়ার পরে অথেন্টিকেশন পেজ ওপেন হবে। সেখানে আয়ুষ্মান কার্ডের আবেদন সাবমিট করতে হবে। সাবমিট করার পরে অটোমেটিক একটি নতুন পেজ ওপেন হবে যেখানে ইলেকট্রনিক কেওয়াইসি অপশন সিলেক্ট করতে হবে।

● ইলেকট্রনিক কেওয়াইসির জন্য আধার নম্বর এবং রেজিস্টার মোবাইল নম্বরে আসা ওটিপি এন্টার করতে হবে। কেওয়াইসি করার পরে পাসপোর্ট সাইজ ফটো সাবমিট করতে হবে।

● এরপর মোবাইল নম্বর, রিলেশন, পিনকোড, রাজ্য, জেলা, গ্রাম নাকি শহর, গ্রাম এবং শহরের নাম, সবকিছু পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

● প্রতিটি পদক্ষেপ সঠিক ভাবে মেনে আয়ুষ্মান কার্ডের আবেদন পূরণ করা যাবে।

আরও পড়ুন: Pension Scheme: স্ত্রীর নামে এই স্কিমে অ্যাকাউন্ট খুলে প্রতি মাসে পেয়ে যান ৪৪,৭৯৩ টাকা পেনশন; জানুন কীভাবে?

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।