লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Mahalaya Durga Puja 2024 Date: চলতি বছর মহালয়া কবে পড়ছে, অষ্টমী, নবমীই বা কবে! রইল ২০২৪-এর দুর্গা পূজার নির্ঘণ্ট

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Mahalaya Durga Puja 2024 Date: বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা নিয়ে গোটা বছর ধরেই থাকে উন্মাদনা। এই দুর্গাপুজোর পাঁচটা দিনের জন্য ৩৬০ দিন অপেক্ষা করে থাকে বাঙালি। ইতিমধ্যেই দুর্গাপুজোর কেনাকাটা শুরু হয়ে গিয়েছে। অনেকে তো আবার কোন দিন কোন জামা পড়বেন তা একেবারেই ঠিক করে রেখেছেন। দুর্গাপূজার সঙ্গে যেমন বাঙালির আবেগ মিশ্রিত থাকে তার সাথেই জড়িত থাকে নানান ধর্মীয় আবেগ।

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরেই বাংলা জুড়ে আসবে বাংলার মেয়ে। দুর্গাপুজোর হাতে গোনা আর মাত্র ৪৩ দিন বাকি। কিন্তু ঠিক কবে হবে পুজো, কোন দিন পড়েছে কোন তিথি। ইতিমধ্যেই ছুটিতে বাড়ি আসার জন্য প্রাণ আকুল হয়েছে বহু বাঙালির। একনজরে দেখে নিন ষষ্ঠী থেকে দশমীর নির্ঘণ্ট (Durga Puja)।

মহালয়া ও নবরাত্রি:

এছাড়া অন্যান্য উৎসব গুলি কোন কোন তারিখে পড়েছে সেটাও দেখে নিন। ২০২৪ সালের মহালয়া পড়েছে দোসরা অক্টোবর অর্থাৎ বাংলায় ১৫ আশ্বিন বুধবার। পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃ পক্ষের সূচনা হবে ওই বিশেষ দিন থেকেই। মহালয়া মানেই শিশির ভেজা ঘাসের উপর আগমনির আগমন। অপেক্ষার আর মাত্র কয়েকটা দিন। দেবিপক্ষের প্রতিপদ তিথি শুরু হচ্ছে ৩ অক্টোবর থেকে! আর এদিন থেকেই অ বাঙ্গালীরা করবেন নবরাত্রি পূজো! ৯ দিন ধরে চলে এই পুজো।

দুর্গাপুজোর নির্ঘণ্ট:

মহা পঞ্চমী পড়েছে ৮ ই অক্টোবর ২১ শে আশ্বিন। মহা ষষ্ঠী ৯ অক্টোবর ২২ আশ্বিন! মহা সপ্তমী দশই অক্টোবর ২৩ শে আশ্বিন। মহা অষ্টমী ১১ই অক্টোবর ২৪ শে আশ্বিন। মহানবমী ১২ অক্টোবর অর্থাৎ ২৫ আশ্বিন। মহা দশমী ১৩ই অক্টোবর ২৬ আশ্বিন। শাস্ত্র অনুযায়ী এবারে দুর্গার আগমন হবে পালকিতে। আর এই পালকিতে আগমন মোটেই শুভ সূচক নয়। বরং গোটা বিশ্বজুড়ে মহামারী দেখা দেবে। দেবী দুর্গা দশমীর দিন (Durga Puja) কৈলাসে ফিরবেন হাতির পিঠে চড়ে। যা ইঙ্গিত করে শস্যপূর্ণ বসুন্ধরার।

WhatsApp Group Join Now
লক্ষ্মী ও কালীপুজো:

কোজাগরী লক্ষ্মী পূজা রয়েছে আগামী ১৭ ই অক্টোবর ২০২৪! শঙ্খ বাজিয়ে আবার লক্ষ্মী দেবীকে আবাহন করবেন বাংলার মানুষ! এরপর আবারও উৎসবের ধুম! ৩১ শে অক্টোবর ২০২৪ অর্থাৎ ১৪ই কার্তিক রয়েছে কালীপুজো! ভাইফোঁটা পড়েছে ৩ নভেম্বর ১৭ ই কার্তিক! একেবারে দুর্গাপুজো থেকে শুরু ভাই ফোঁটায় গিয়ে শেষ। জমে উঠবে বাঙ্গালির উৎসবের দিনগুলি।

আরও পড়ুন: Jio Recharge Plan: BSNL-কে টেক্কা দিতে নতুন প্ল্যান লঞ্চ Jio-এর! ঘুম উড়বে অন্যান্য টেলিকম সংস্থারগুলিরও

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।