লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Mahalaya 2024: রাত পোহালেই মহালয়া! তর্পণ করতে হাজারো মানুষের ভিড় গঙ্গায়! বেরোনোর আগে জেনে নিন জোয়ার ভাঁটার সময়

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Mahalaya 2024: রাত পেরোলেই মহালয়া পিতৃ পক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনার দিন। এদিন দেবী দুর্গা অসুর নিধন করে ভ্রহ্মাণ্ডকে পাপ মুক্ত করবেন। এই শুদ্ধ দিনে কোটি কোটি মানুষ তাদের পিতৃ পুরুষদের উদ্দ্যেশ্যে তর্পণ করতে জড়ো হবেন গঙ্গার পাড়ে। এই আবহে পশ্চিমবঙ্গের সমস্ত গঙ্গার ঘাট গুলিতে কঠোর নিরাপত্তা বজায় রাখতে তৎপর রয়েছে প্রশাসন। যেকোনো রকম দুর্ঘটনা এড়াতে বদ্ধপরিকর তারা।

তবে এই উপলক্ষে গঙ্গার ঘাটে তর্পনের লক্ষ যাওয়ার আগে জেনে নিন জোয়ার ভাঁটার সময়। পুলিশ সুত্রে জানা যাচ্ছে আজ পয়লা অক্টোবর রাত ৯.৩১ মিনিটে জোয়ার রয়েছে। এবং রাত ১.০৯ মিনিটে ভাঁটা পড়বে। এর পরবর্তী জোয়ার আসতে চলেছে ২ রা অক্টোবর অর্থাৎ মহালয়ার সকালে। ওইদিন সকাল ৯.৪৪ মিনিটে পুনরায় জোয়ার আসবে এবং এরপর দুপুরের ১ টা বেজে ১২ মিনিটে ভাঁটা পরে যাবে।

এদিকে এখন অভিনীত মহালয়ার ভিড়ে এখনও কিছু মানুষ রেডিওতে মহালয়ার ভোরে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় শোনেন মহিষাসুরমর্দিনী। সকাল না হতেই বেজে ওঠে আলোর বেনু। জেগে ওঠেন মা দুর্গা। এই শুভ ক্ষণে নিজের পূর্বপুরুষদের মঙ্গল চেয়ে গঙ্গার ঘাটে সূর্যদেবকে সাক্ষী রেখে গঙ্গার জল তর্পণ করেন সাধারণ মানুষ। যাতে তাঁরা সমস্ত বাঁধা থেকে মুক্তি পেয়ে শান্তির জগতে প্রবেশ করতে পারে।

এদিন থাকছে রেডিওর বিভিন্ন স্টেশনে ভরা সব বিনোদনের ঠিকানা। রেডিওতে মহালয়া সম্প্রচার শুরু হয় ওইদিন ভোর ৪টে থেকে। যা এবার ২ রা অক্টোবর সম্প্রচারিত হতে চলেছে। এরপর সকাল ৫ টা থেকে বিভিন্ন টিভি চ্যানেলে নামি দামী অভিনেতা অভিনেত্রী খ্যাত মহালয়া দেখতে পাওয়া যায়। সব কথা শেষে এটাই বলার মা আসছেন। অসুর দমন করে সমাজের কালিমা ঘুচিয়ে শান্তি ফিরবেন তিনি।

WhatsApp Group Join Now

আরও পড়ুন: Mithun Chakraborty: “মমতা নিজেই একজন চমৎকার অভিনেত্রী..” – বললেন মিঠুন চক্রবর্তী

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।