Ekchokho.com 🇮🇳

Madhyamik and HS Exam: সব খাতা বাতিল! ফের পরীক্ষা? মাধ্যমিক-উচ্চমাধ্যমিক নিয়ে নয়া আতঙ্ক, কী বলছে বোর্ড?

Madhyamik and HS Exam: ‘পরীক্ষা’ (Exam) শব্দটা শুনলেই বুক ধড়ফড় করে ওঠে হাজার হাজার পড়ুয়ার। বছরের পর বছর ধরে পরীক্ষার খাতা (Exam Answer Sheet) নিয়ে উত্তেজনা, টেনশন লেগেই থাকে। তার মধ্যে যদি শোনা যায়, পরীক্ষার খাতা বাতিল (Cancelled Answer Sheet), তাহলে আতঙ্কের সীমা থাকে না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ...

Published on:

Madhyamik and HS Exam

Madhyamik and HS Exam: ‘পরীক্ষা’ (Exam) শব্দটা শুনলেই বুক ধড়ফড় করে ওঠে হাজার হাজার পড়ুয়ার। বছরের পর বছর ধরে পরীক্ষার খাতা (Exam Answer Sheet) নিয়ে উত্তেজনা, টেনশন লেগেই থাকে। তার মধ্যে যদি শোনা যায়, পরীক্ষার খাতা বাতিল (Cancelled Answer Sheet), তাহলে আতঙ্কের সীমা থাকে না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি খবর ফের সেই আতঙ্ককে জিইয়ে তুলেছে।

ভাইরাল হওয়া বিভ্রান্তিকর খবর (Viral Fake News)

সোশ্যাল মিডিয়ায় (Social Media) একের পর এক পোস্ট ঘুরে বেড়াচ্ছে, যেখানে দাবি করা হয়েছে, ২০২৫-এর মাধ্যমিক (Madhyamik) ও উচ্চমাধ্যমিক (Higher Secondary) পরীক্ষার সব উত্তরপত্র বাতিল (All Answer Sheets Cancelled)। নাকি ফের নতুন করে পরীক্ষা (Re-Examination) নিতে চলেছে বোর্ড! মুহূর্তেই তা ভাইরাল (Viral News)। পড়ুয়া থেকে অভিভাবক— সকলেই চিন্তায়, সত্যিই কি আবার পরীক্ষা?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কোথা থেকে শুরু এই গুজব? (Where Did This Rumour Start?)

জানা গিয়েছে, সম্প্রতি স্কুল সার্ভিস কমিশন (SSC) মামলায় সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়কে ঘিরে রাজ্যে (West Bengal) উত্তেজনা ছড়ায়। সেই মামলায় বহু শিক্ষক-কর্মী (Teacher & Staff) চাকরি হারিয়েছেন। এর পরেই একাংশের দাবি, SSC মামলার কারণে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের খাতা দেখা (Answer Sheet Evaluation) বন্ধ করা হয়েছে। ভাইরাল একটি ছবিতে (Viral Image) লেখা রয়েছে, ‘সব খাতা বাতিল, ফের পরীক্ষা।’ যদিও এই ছবি ও খবরের সত্যতা নিয়ে তখনও ধোঁয়াশা।

শিক্ষক সংগঠনের (Teacher Organisation) বক্তব্য কী?

এই ভাইরাল খবরে বিভ্রান্ত হয়ে পড়েন অনেকেই। তবে খোদ শিক্ষক সংগঠন (Teacher Association) জানিয়ে দিয়েছে, “এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের খাতা দেখা (Exam Paper Checking) নিয়ম মেনেই চলছে।” পাশাপাশি WBBSE এবং WBCHSE-এর তরফে জানানো হয়েছে, “উত্তরপত্র বাতিলের (Answer Sheet Cancellation) কোনও প্রশ্নই নেই। সোশ্যাল মিডিয়ার খবর ভুয়ো (Fake News)।”

সরকারি বার্তা, আতঙ্ক নয় সচেতনতা (Government Clarification)

সবশেষে বোর্ডের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, “সোশ্যাল মিডিয়ায় যেসব খবর ঘুরছে তা সম্পূর্ণ মিথ্যা (Fake Viral News)। পড়ুয়া ও অভিভাবকদের ভয় পাওয়ার কোনও কারণ নেই।” পরীক্ষা, খাতা দেখা, রেজাল্ট প্রকাশ (Result Publish) — সবকিছুই নির্দিষ্ট নিয়ম মেনে হবে। বিভ্রান্তিকর খবর (Misleading News) এড়িয়ে সরকারি ওয়েবসাইট (Official Website) বা পর্ষদের বিজ্ঞপ্তি (Notice) দেখে তবেই তথ্য বিশ্বাস করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

গুজবে কান দেবেন না। সচেতন থাকুন। সরকারি তথ্য (Official Information) ছাড়া কোনও খবর বিশ্বাস করবেন না। সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তিকর খবরে (Fake News in Social Media) আতঙ্কিত না হয়ে বোর্ডের নির্দেশের অপেক্ষা করুন।

আরও পড়ুন: Post Office RD Scheme: ১০ হাজার দিলে ফিরবে ৭ লাখ! পোস্ট অফিসের এই স্কিম জানলে আজই বিনিয়োগ করবেন!

10th Board Result West Bengal১২শ শ্রেণির রেজাল্ট চেকHow to Check Madhyamik ResultHow to Check WB HS Result OnlineHS Marksheet Download 2025HS Result 2025 West BengalMadhyamik and HS ExamMadhyamik Result 2025Madhyamik Result Link wbbse.wb.gov.inWB HS Result 2025 LinkWB HS Result অফিশিয়াল লিঙ্কWB Madhyamik Marksheet DownloadWBBSE Madhyamik Result DateWBBSE Result by Roll NumberWBBSE মাধ্যমিক রেজাল্ট কবে বেরোবেWBCHSE 12th Result DateWBCHSE Result by Roll NumberWBCHSE ফলাফল কবে বেরোবেwbresults.nic.in উচ্চমাধ্যমিক রেজাল্টWest Bengal Class 10 Result 2025West Bengal Higher Secondary Resultউচ্চমাধ্যমিক ফলাফল ডাউনলোডউচ্চমাধ্যমিক মার্কশিট ২০২৫উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০২৫মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখবেন কীভাবেমাধ্যমিক ফলাফল ২০২৫মাধ্যমিক ফলাফল অফিশিয়াল ওয়েবসাইটমাধ্যমিক মার্কশিট ডাউনলোডমাধ্যমিক রেজাল্ট ২০২৫ সরাসরি লিঙ্কমাধ্যমিক রেজাল্ট আজই প্রকাশমাধ্যমিক রেজাল্ট চেক করার পদ্ধতি