লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Madhumita Sarcar: তিলোত্তমা ছেড়ে বাণিজ্য নগরীতে পাড়ি দিচ্ছেন মধুমিতা! হাতে রয়েছে অনেকগুলি কাজ! কী জানালেন অভিনেত্রী?

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Madhumita Sarcar: ছোট পর্দা থেকেই নিজের কেরিয়ার শুরু করেন। একের পর এক ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে ওয়েব সিরিজ এবং বড় পর্দাতেও ডেবিউ করেন তিনি। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বারবার চর্চিত হলেও সেইসব বিষয়ে বিশেষ মাথা ঘামান না অভিনেত্রী। বর্তমানে টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীর খেতাব দেওয়াই যায় তাঁকে। তিনি আর কেউ নন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। নিজের অভিনয় দক্ষতায় ইন্ডাস্ট্রিতে পাকাপাকিভাবে জায়গা দখল করেছেন এই অভিনেত্রী।

Madhumita Sarcar Opens Up About Her New Project:

জানা গিয়েছে এইবার তাঁকে হাতছানি দিচ্ছে বাণিজ্য নগরী। খুব শীঘ্রই তিলোত্তমা ছেড়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে পাড়ি দেবেন তিনি। মুম্বাইতে একাধিক প্রজেক্টের অফারের পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও সমান চাহিদা রয়েছে তাঁর। তাই নিজেকে যে কেবল টলিউডেই সীমাবদ্ধ রাখতে চান না তিনি তা বলাই বাহুল্য।

আরও পড়ুন: Gold Price: দারুণ খবর, হুড়মুড়িয়ে ৮০০ টাকা কমল সোনার দাম! জানুন আজকের বাজারমূল্য

জানা গিয়েছে বলিউডের একটি ছবির জন্য মনোনীত হয়েছেন অভিনেত্রী। ইতিমধ্যে অডিশন পর্বও হয়ে গিয়েছে। এইবার অপেক্ষা ছবির প্রস্তুতি শুরুর। সেখানে গিয়ে ছবির জন্য ওয়ার্কশপ করবেন মধুমিতা এমনকি নেবেন ভাষার প্রশিক্ষণও। তবে কেবল একটি নয় আরও একটি হিন্দি ওয়েব সিরিজের জন্য প্রাথমিক ভাবে মনোনীত হয়েছেন তিনি। তবে সেই কাজ ফাইনাল কিনা তা নির্ভর করবে তাঁর অডিশনের উপর। ফলে মুম্বইতে যে বেশ কয়েকটি প্রোজেক্ট নিয়েই তিনি পাড়ি দিচ্ছেন তা বোঝাই যাচ্ছেন।

আরও পড়ুন: Phul-Nitanshi Goel: মা বলেছে আমি ছেলেদের সঙ্গে… কড়া শাসনের মধ্যে লাপাতা লেডিসের ফুল!

কীভাবে বলিউড কাজের সুযোগ পেলেন তিনি? এই বিষয়ে এক বিশ্বস্ত সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি (Madhumita Sarcar) জানান, ‘বলিউডে কাজ করার ইচ্ছে ছিলই। কিন্তু কখনও নিজে থেকে মুম্বইতে গিয়ে কাজের চেষ্টা করিনি। তবে আমার ছবি চিনির একটি রিল ভাইরাল হয়েছিল, সেটাই পরিচালক দেখেন। তারপর আমার সঙ্গে যোগাযোগ করেন।’ তবে কী এইবার থেকে বলিউডেই কাজ করবেন অভিনেত্রী? এই প্রসঙ্গে অভিনেত্রী জানান, ‘আমি যে ভাষার কাজ দেখি সেখানে কাজ করার ইচ্ছে আমার আছে। অন্য ভাষায় কাজ করা অবশ্যই একটা চ্যালেঞ্জের ব্যাপার। আর কেরিয়ারে এখন যে পর্যায় দাঁড়িয়ে আছি তাতে এই চ্যালেঞ্জ আমার ভালো লেগেছে। তবে আমি বাংলা ছাড়ছি এমনটা নয়। এই কথাটা বললে তাতে অনেকটা দায়িত্ব ঔদ্ধত্য থাকে। আমি কখনই সেটা বলব না।’

WhatsApp Group Join Now
About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।