লেটেস্ট খবর বিনোদন অফবিট রাশিফল পশ্চিমবঙ্গ ভারত খেলা চাকরি টাকা পয়সা টেক আবহাওয়া পলিসি

Made-in-India Web Browser: গুগল ক্রোমকে টক্কর দিতে আসছে ভারতের নিজস্ব ব্রাউজার!

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Made-in-India Web Browser: বর্তমানে ইন্টারনেট ছাড়া যেন কিছুই কল্পনা করা যায় না। আমাদের দৈনন্দিন জীবনের একটা বিশাল অংশ এখন নির্ভরশীল হয়ে পড়েছে ব্রাউজারগুলোর (Web Browsers) ওপর। গুগল ক্রোম (Google Chrome), মাইক্রোসফ্ট এজ (Microsoft Edge), মজিলা ফায়ারফক্স (Mozilla Firefox)—এইসব ব্রাউজারই ইন্টারনেট ব্যবহারের প্রধান মাধ্যম। কিন্তু একবার ভাবুন, যদি ভারতের নিজস্ব একটি ওয়েব ব্রাউজার (Made-in-India Web Browser) থাকে, যেখানে আপনার সমস্ত তথ্য সম্পূর্ণ নিরাপদ থাকবে এবং বিদেশি সার্ভারে তা সংরক্ষিত হবে না! শুনতে অবাক লাগলেও এবার সেটাই বাস্তব হতে চলেছে।

গুগল ক্রোমের (Google Chrome) বিকল্প ভারতের হাতেই!

বিশ্বের বড় বড় টেক জায়ান্টরা (Tech Giants) এতদিন ধরে ব্রাউজার মার্কেটে নিজেদের আধিপত্য কায়েম রেখেছে। কিন্তু এখন ভারতও প্রতিযোগিতায় নামতে চলেছে। একসময় মোবাইল অপারেটিং সিস্টেম, সার্চ ইঞ্জিন কিংবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ক্ষেত্রে বিদেশি সংস্থাগুলির ওপর নির্ভরশীল ছিল ভারত। তবে আত্মনির্ভর ভারত (Atmanirbhar Bharat) মিশনের অধীনে এখন ডিজিটাল প্ল্যাটফর্মেও বড়সড় পরিবর্তন আসতে চলেছে। এবার দেশীয় প্রযুক্তিতে তৈরি হতে চলেছে সম্পূর্ণ নতুন ওয়েব ব্রাউজার, যা গুগল ও মাইক্রোসফ্টের একচেটিয়া বাজারকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।

জোহো (Zoho) পেল ভারতীয় ব্রাউজার তৈরির দায়িত্ব!

সম্প্রতি ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক (Ministry of Electronics and IT) ঘোষণা করেছে যে দেশীয় ওয়েব ব্রাউজার তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে জোহো কর্পোরেশন (Zoho Corporation)-কে। ‘ইন্ডিয়ান ওয়েব ব্রাউজার ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ’ (Indian Web Browser Development Challenge) নামে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, যেখানে Zoho প্রথম স্থান অর্জন করে। এছাড়া, Team Ping ও Team Ajna যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে। সরকারের তরফে জানানো হয়েছে, Team Ping পাবে ₹৭৫ লক্ষ টাকা এবং Team Ajna পাবে ₹৫০ লক্ষ টাকা পুরস্কার হিসেবে। এই তিনটি সংস্থাই যৌথভাবে ভারতীয় ব্রাউজার তৈরি করবে।

নতুন ব্রাউজারের (New Browser) বিশেষত্ব কী?

এই Made-in-India Web Browser অন্যান্য বিদেশি ব্রাউজারের তুলনায় অনেক বেশি সুরক্ষিত হবে বলে জানা যাচ্ছে। মূলত ডেটা সুরক্ষা (Data Security) এবং গোপনীয়তা (Privacy Protection) এর দিক থেকে এটি বিশেষভাবে ডিজাইন করা হবে। নতুন ব্রাউজারটি ব্যবহার করলে ভারতীয় ব্যবহারকারীদের তথ্য শুধুমাত্র দেশীয় সার্ভারে সংরক্ষিত থাকবে, যা গুগল বা মাইক্রোসফ্টের মতো সংস্থাগুলোর কাছে যাবে না। এছাড়া, এটি iOS, Windows এবং Android-এর মতো সমস্ত প্ল্যাটফর্মে সমানভাবে ব্যবহার করা যাবে।

ভারত কি গুগল-মাইক্রোসফ্টকে চ্যালেঞ্জ জানাতে পারবে?

প্রশ্ন উঠছে, গুগল ক্রোম (Google Chrome) এবং মাইক্রোসফ্ট এজ (Microsoft Edge)-এর মতো জনপ্রিয় ব্রাউজারের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে তো ভারতের নিজস্ব ব্রাউজার? বিশেষজ্ঞদের মতে, যদি ভারতীয় ব্রাউজারটি উন্নত গোপনীয়তা, দ্রুত ব্রাউজিং স্পিড এবং ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে পারে, তাহলে এটি বিশ্ববাজারেও জায়গা করে নিতে পারে। পাশাপাশি, কেন্দ্রীয় সরকার যদি দেশীয় ব্রাউজার ব্যবহারের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করে, তাহলে এটি সহজেই জনপ্রিয় হয়ে উঠবে। এখন দেখার, Made-in-India Web Browser আদতে কতটা সফল হয়!

আরও পড়ুন। Starlink: মুখ থুবড়ে পড়বে Jio, Airtel! ভারতের ইন্টারনেট পরিষেবায় বিপ্লব ঘটাতে আসছে এলন মাস্কের স্টারলিংক; জানুন বিস্তারিত 

About Author