লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

LPG Gas Cylinder Price: পুজোর মুখে পকেটে চাপ মধ্যবিত্তদের! বাড়ানো হলো LPG সিলিন্ডারের দাম

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

LPG Gas Cylinder Price Increased: দেখতে দেখতে বাংলার দোর গোড়ায় উৎসব। আর মাত্র এক সপ্তাহ পরই ঘরের মেয়ে সেই সুদূর কৈলাশ থেকে ফিরবেন তাঁর চার ক্ষুদে ছেলে মেয়েকে নিয়ে। উৎসবের মেজাজে বাঙালি বাড়িতে খাওয়াদাওয়াতেও এলাহী কারবার শুরু হয়ে যায়। ভিন রাজ্য বা বিদেশ থেকে ঘরের মানুষ এই উৎসবেই বাড়ি ফেরেন। ফলেই খাওয়া যাওয়া রাজকীয় না হলে চলে?

তবে এই সময়ই উৎসবের মাসের প্রথম দিনেই এলো খারাপ খবর। পুজোর মুখেই দাম বাড়লো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের বা LPG সিলিন্ডারের। কিছুদিন আগেই হয়েছে লোকসভা নির্বাচন। সেই সময় মধ্যবিত্তের পকেটে স্বস্তি দিয়ে গ্যাসের দাম কমানো হয়েছিল বেশ খানিকটা করেই। কিন্তু ফের বাড়ানো হলো সিলিন্ডারের দাম। মূল্যবৃদ্ধির বাজারে কাঁচামালের এই আকাশ ছোঁয়া দামের উপর গ্যাস সিলিন্ডারের এই মূল্যবৃদ্ধিতে চিন্তায় সকলেই।

জানা যাচ্ছে ১৯ কেজির সিলিন্ডার পিছু প্রায় ৫০ টাকা মূল্য বৃদ্ধি হয়েছে। গত মাসের ১৮০২ টাকার সিলিন্ডার অক্টোবর মাসে কিনতে হবে ১৮৫০ টাকায়। অর্থাৎ মোট ৪৮ টাকা দাম বেড়েছে এই সিলিন্ডারের। এছাড়াও ৪৭.৫ কেজি সিলিন্ডারের ক্ষেত্রেও এক ধাক্কায় দাম বেড়েছে ১২০ টাকা।

তবে সব কিছুর মধ্যে স্বস্তির খবর একটাই যে মূল্যবৃদ্ধি হওয়া এই দুই সিলিন্ডারই মূলত ব্যবহার হয় ব্যবসায়িক কাজে অর্থাৎ হোটেল রেস্তোরাঁয় এই সিলিন্ডারের ব্যবহার করা হয়। এই মুহূর্তে গৃহস্থালির রান্নার কাজে ব্যবহৃত ১৪ কেজি সিলিন্ডারের মূল্য একি রাখা হয়েছে। তবু বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় চিন্তিত হোটেল রেস্তোরাঁর মালিকরা। পুজোর সময় মানুষের বাইরে খাবার খাবার ভিড় থাকে। এর মধ্যে এই গ্যাসের দাম বৃদ্ধিতে বাড়তে পারে খাবারের দামও। এক কথায় ঘুরে ফিরে পকেটে টান পড়তে চলেছে মধ্যবিত্তদেরই।

WhatsApp Group Join Now

আরও পড়ুন: Ajker Rasifal 1 October: মঙ্গলবারের ব্রহ্মযোগে এই পাঁচ রাশির উপর কৃপা করবেন বজরঙ্গবলি, জেনে নিন আজকের রাশিফল

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।