লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

LPG Gas Cylinder: LPG গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে তৈরি হচ্ছে নতুন নিয়ম, জেনে নিন বিস্তারিত

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

LPG Gas Cylinder: সময় যত এগোচ্ছে জিনিসের দাম যেন তত বাড়ছে। কোন কিছুতে এখন আর হাত দেওয়াই যায় না। সে কাঁচা শাকসবজি হোক বা মুদি সদাই এর জিনিসপত্র। সবকিছুর দামই এখন আকাশ ছোঁয়া। সাধারণ মানুষ কিভাবে দুবেলা ভাত খাবে সেই কথা ভাবতে গেলেই এখন কপালে ভাঁজ পড়ছে। মধ্যবিত্তদের পকেটে টান।কিন্তু এরই মধ্যে সরকারের তরফ থেকে সাধারণ মানুষের জন্য রইল একটি খবর।

গত ৯ জুলাই কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং এ বিষয়ে একটি বড়সড়ো ঘোষণা করেছেন। তিনি ঘোষণা করে জানিয়েছেন যে, গ্যাস সিলিন্ডারের E-KYC নিয়ে বড় ঘোষণা করা হচ্ছে। সেখানে স্পষ্ট করে জানানো যে, LPG সিলিন্ডারের জন্য E-KYC করার কোনো সময় নেই। এটাও স্পষ্ট করে জানিয়েছেন যে, কেন এই E-KYC চালু করা হবে।

শুধুমাত্র বাণিজ্যিক সিলিন্ডারের জালিয়াতি বুকিং রোধ করতে নয়, বিভিন্ন জাল অ্যাকাউন্ট কে নিষ্ক্রিয় করতেই নিষ্ক্রিয় করতেই E-KYC চালু করা হয়েছে। এই প্রক্রিয়া চলছে ৮ মাসের বেশি সময় ধরে চালু হয়েছে। যাতে কোনোভাবেই আর কোনো গ্রাহকদের অসুবিধা না হয়। এই প্রক্রিয়ায় যখন আপনার বাড়িতে LPG ডেলিভারি কর্মীরা যাবে তাদের গ্রাহকের কাছে যখন LPG সিলিন্ডার সরবরাহ করবেন তখন পরিচয়পত্র যাচাই করবেন।

ডেলিভারি কর্মীরা তাদের মোবাইল ফোনে একটি অ্যাপের মাধ্যমে গ্রাহকের আধার সার্টিফিকেটের একটা ফটোও তুলে নেবেন। গ্রাহকের রেজিস্টার করা মোবাইল নম্বরে OTP আসবে, আর ওই OTP দিলেই পুরো বিষয়টি সম্পূর্ণ হয়ে যাবে আর যদি গ্রাহকরা চায় তাহলে ডিস্ট্রিবিউটার শোরুমে গিয়ে যোগাযোগও করতে পারেন। এছাড়া বাড়িতেও E-KYC আপডেট করা যায়।

WhatsApp Group Join Now

গ্যাস সিলিন্ডারের E-KYC করতে হলে অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তবে যে কেউ খুব সহজেই নিজেরাই নিজেরাই E-KYC সম্পূর্ণ করতে পারেন। এদিকে ‘অল ইন্ডিয়া এলপিজি ডিস্ট্রিবিউটর্স ফেডারেশন’ এর সহ-সভাপতি বিজন বিশ্বাস বলেন, পেট্রোলিয়াম মন্ত্রকের এই উদ্যোগ মোটেই ‘ যথেষ্ট নয়। তাই আরও কড়া নিরাপত্তা জারি করতে হবে। অনেক সময় মৃত ব্যক্তির নামে বছরের পর বছর LPG গ্যাস বুক করা হচ্ছে, আর বাণিজ্যিক ক্ষেত্রে চালানো হচ্ছে। সেই বিষয়টাও নজরে রাখতে হবে।

আরও পড়ুন: Today’s Gold Rate: স্বর্ণের দামে বড়সড় পরিবর্তন! ৯০০ টাকা বাড়লো সোনার দাম, জেনে নিন আপনার এলাকার সোনার দাম

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।