লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Cyclone Dana: ধেয়ে আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড় ‘দানা’! বাতিল ১৬০ টি লোকাল ট্রেন, রাত থেকে বন্ধ দক্ষিণ শাখার ট্রেনগুলিও

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Cyclone Dana: কালীপূজা এবং দীপাবলির আগেই ধেয়ে আসছে সাইক্লোন দানা। বিধ্বংসী এই ঘূর্ণিঝড়ের কোপে তছনছ হতে চলেছে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ। মূলত ওড়িশার পুরী এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝে আছড়ে পড়তে পারে এই ‘দানা’। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপটি আজ সকালে সুগভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সেই কারণে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বেশ কিছু ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইস্ট কোস্ট রেলওয়ের তরফে (পূর্ব উপকূলীয় রেল)। তার মধ্যে পুরীগামী বেশ কয়েকটি ট্রেনও রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার দুপুরে ঘূর্ণিঝড়টির অবস্থান হবে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। কার্যত উত্তাল থাকবে সমুদ্র। পূর্ব উপকূলীয় রেলের তরফে জানানো হয়েছে, ২৩ অক্টোবর, বুধবার কামাক্ষ্যা-বেঙ্গালুরু এক্সপ্রেস, ডিব্রুগড়-কন্যাকুমারী এক্সপ্রেস, কন্যাকুমারী-ডিব্রুগড় এক্সপ্রেস, বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস, শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস, শিলচর-সেকেন্দরাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনগুলি বাতিল করা হয়েছে।

এখনও পর্যন্ত নিম্নচাপটির গতিপ্রকৃতি দেখে আবহবিদরা অনুমান করেছেন, বুধবার রাত এবং বৃহস্পতিবার সকালের মধ্যে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বা শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতি নিয়ে ওড়িশার পুরী এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী কোনও স্থান দিয়ে স্থলভাগে ঢুকতে পারে ঘূর্ণিঝড়টি। ‘ল্যান্ডফলের’ সময় এর সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১০০-১১০ কিলোমিটার। ঝোড়ো হাওয়ার সর্বাধিক গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১২০ কিমি।

ঘূর্ণিঝড়ের জেরে ২৪ অক্টোবর, বৃহস্পতিবার পটনা-এর্নাকুলাম এক্সপ্রেস, কলকাতা-পুরী এক্সপ্রেস স্পেশাল, পুরী-জয়নগর এক্সপ্রেস, পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস, পটনা-পুরী এক্সপ্রেস স্পেশাল, বেঙ্গালুরু-মুজফ্‌ফরপুর এক্সপ্রেস, মালদহ টাউন-দীঘা এক্সপ্রেস, মালদহ টাউন-দীঘা এক্সপ্রেস, আসানসোল-হলদিয়া এবং হলদিয়া-আসানসোল এক্সপ্রেস বাতিল করা হয়েছে। পরের দিন, শুক্রবারও আসানসোল-হলদিয়া এবং হলদিয়া-আসানসোল এক্সপ্রেস বাতিল করা হয়েছে। এছাড়া ওই দিন পুরী-কলকাতা এক্সপ্রেস স্পেশাল ট্রেনটিও বাতিল করা হয়েছে।

WhatsApp Group Join Now

আরও পড়ুন: Government Schemes: আর ১০০০ নয় এই স্কিমে নাম লেখালে কৃষকরা পাবে ৬০০০ টাকা অর্থ সাহায্য! কিভাবে? জানুন

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।