লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Bank Holidays: সেপ্টেম্বর মাসে ক’দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক? বাড়ি থেকে বেরনোর আগে দেখে নিন ছুটির তালিকা

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Bank Holidays: টাকা রাখা থেকে টাকা তোলা সবকিছুর জন্যই আমরা ভরসা করি ব্যাংকের উপর। গোটা রাজ্য জুড়ে রয়েছে অসংখ্য সরকারি বেসরকারি ব্যাংক। এইসব ব্যাংকে শুধুমাত্র যে লেনদেনের জন্য যায় মানুষ তাই নয়। কেওয়াইসি আপডেট, ফিক্স ডিপোজিট আরো নানান বীমা পলিসির সুবিধা নিতে প্রায় প্রতিদিন ব্যাঙ্কে যেতে হয়। বয়স্ক মানুষের পেনশন তোলা হোক কিংবা স্কলারশিপের টাকা তোলা ৮-৮০ ভরসা করে ব্যাংকের উপরেই!

তবে বেসরকারী হোক কিংবা সরকারি বিভিন্ন ব্যাংকে রয়েছে গুচ্ছের ছুটি! রবিবার তো বটেই সপ্তাহের দ্বিতীয় এবং চতুর্থ শনিবারেও থাকে ব্যাংক ছুটি! বর্তমানে আর ব্যাংকে গিয়ে কাজ করতে হয় না বরং অনলাইনেই মিটে যায় ব্যাংকের কাজ! তবুও ব্যাংকে থাকে লম্বা লাইন! টাকা তোলার জন্য এটিএম থাকলেও বহু মানুষ ব্যাংকে গিয়েই রশিদ কেটে টাকা তোলেন! কিন্তু ব্যাংকে যদি গিয়ে দেখেন তালা বন্ধ তবে কি করবেন! তার জন্য আগে থেকে এই প্রতিবেদন পড়ে নিন আর সেপ্টেম্বর মাসে কবে কবে ব্যাংক বন্ধ (Bank Holidays) থাকবে সেটাও জেনে নিন!

প্রতি রবিবার এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার প্রতি মাসের মতোই এবারেও বন্ধ থাকবে! এই দিনগুলি গোল চিহ্ন দিয়ে রাখুন নিজের ক্যালেন্ডারে! এই দিনগুলিতে কোনরকম লেনদেন করা হয় না। পশ্চিমবঙ্গে সেপ্টেম্বর মাসে কোন কোন দিন বন্ধ থাকছে ব্যাংক। সেপ্টেম্বর মাসে সাধারণত তেমন উৎসব না থাকলেও বেশ কয়েকদিন বন্ধ থাকবে।

কোন কোন ছুটি মিলবে:

জানলে অবাক হবেন মাসের অর্ধেক দিন বন্ধ থাকবে ব্যাংক। ব্যাংকের ছুটি থাকবে ১৫ দিন। সম্প্রতি রিজার্ভ ব্যাংক এই ছুটির (Bank Holidays) একটি স্মরণিকা প্রকাশ করেছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গের সাত দিন ব্যাংক বন্ধ থাকছে। বাকি দিনগুলিতে অন্যান্য দিনের মতোই কাজ হবে। ১ সেপ্টেম্বর রবিবার একেবারেই ছুটির দিন তাই প্রথম দিনেই ব্যাংক বন্ধ! ১৪ সেপ্টেম্বর দ্বিতীয় শনিবার তাই সেদিনও থাকবে ব্যাংক বন্ধ! ১৫ সেপ্টেম্বর রবিবার ছুটির দিন ব্যাংক থাকছে তালা বন্ধ! ২৮ সেপ্টেম্বর মাসের চতুর্থ শনিবার সেদিন ব্যাংক বন্ধ! ২৯ সেপ্টেম্বর রবিবার হওয়ায় ব্যাংক বন্ধ!

WhatsApp Group Join Now
ডিজিটাল ব্যাংকিং:

এই সেপ্টেম্বরে রয়েছে গণেশ পূজো যদিও গণেশ চতুর্থ উপলক্ষে বাংলায় থাকছে না কোন ছুটি! এছাড়া ঈদ এ মিলাদ রয়েছে সেপ্টেম্বর মাসেই, তাতেও পশ্চিমবঙ্গের ভাগ্যে জুটছে না কোন ছুটি। এই দিনগুলোতে ইন্টারনেট এবং ডিজিটাল ব্যাংকিং সুবিধা সম্পূর্ণভাবে উপভোগ করতে পারবেন মানুষ। খাতায় কলমের ছুটি থাকলেও পরিষেবা চালু থাকবে ডিজিটালি। ইউপিআই পরিষেবা চালু থাকছে ছুটির দিনে।

আরও পড়ুন: Weather Update: একাধিক রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি; নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি বঙ্গেও!

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।