লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Liquor shops closed: এক টানা ৫ দিন বন্ধ থাকবে মদের দোকান! কেন আর কবে থেকে? জানুন বিশদে

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Liquor shops closed: বিশ্বকর্মা পুজোর আগে বড় খবর বন্ধ থাকবে মদের দোকান। বড়ো পদক্ষেপের পথে হাঁটলো রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন শহর মিলিয়ে সর্বমোট পাঁচ দিনের জন্য বন্ধ থাকছে মদের দোকান। এর মধ্যে ওপেন কাউন্টার, বার ও রেস্তোরাঁ গুলো রাখা হয়েছে। যদি কোনো দোকান থেকে উক্ত দিনেও মদ বিক্রয় করেন তবে মোটা টাকা জরিমানা করা হতে পারে।

কবে থেকে বন্ধ?

গত ১৪ তারিখ থেকেই বিভিন্ন শহরে দুদিনের পূর্ণ দিবস দোকান বন্ধ রাখার নির্দেশ ছিল।যা চলবে ১৮ তারিখ পর্যন্ত। অর্থাৎ মোট ৫ দিন বিভিন্ন অঞ্চলে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিন বড় শহরে বন্ধ মন বিক্রি। বেঙ্গালুরু , হায়দরাবাদ ও পুনে তে বন্ধ থাকছে মদের দোকান। বেঙ্গালুরুর বিভিন্ন শহরে পুলিশ কমিশনার বি দয়ানন্দ ১৪ থেকে ১৬ই সেপ্টেম্বর পর্যন্ত মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি দিল্লি পুনে ও হায়দরাবাদেও থাকছে নিষেধাজ্ঞা। হায়দরাবাদ পুলিশ ১৭ ও ১৮ তারিখ হায়দরাবাদ ও সেকেন্দ্রনাদের সমস্ত মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

কেনো এমন সিদ্ধান্ত?

সবে মাত্র শেষ হয়েছে গনেশ চতুর্থী। ভারতের বেশিরভাগ বড় বড় শহরগুলোতে ধুমধাম করে পালন হয় গনেশ চতুর্থী। দশ দিনের এই উৎসব শেষ হয়েছে সবে মাত্রই। এরই পরে দিল্লি, হায়দরাবাদ, পুনে ও বেঙ্গালুরুতে শুরু হলো ড্রাই ডে। গণেশের বিসর্জন এবং মানুষের নিরাপত্তার কথা ভেবেই বড় বড় শহর গুলিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পশ্চিমবঙ্গ বা কলকাতার উপর এর কোনো প্রভাব পড়বেনা।

আরও পড়ুন: Dev: ‘জাস্টিস পাওয়ার জন্য বাংলার মানুষের সঙ্গে অবিচার করতে পারব না’… উৎসব প্রসঙ্গে আর কি বললেন তারকা সাংসদ দেব!

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।