লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Liquor Price: উৎসবের মুখে বাড়লো মদের দাম? কপালে হাত সুরাপ্রেমীদের

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Liquor Price: আজ অক্টোবর মাসের এক তারিখ। অর্থাৎ পুজোর মাত্র বাকি এক সপ্তাহ। এরই মধ্যে খারাপ খবর পাওয়া গেলো আবগারির তরফে। উৎসবের আনন্দে আরও বেশি মজে যেতে অনেকেই মদ বা সুরা পান করে থাকেন। এতে আনন্দের উপভোগ আরও বেশি করা যায় বলেই মানেন অনেকেই। এবার সেই উপভোগে ভাঁটা ফেলতে চলেছে পুজোর মুখে মদের দাম বৃদ্ধি।

আগষ্ট থেকেই এই নতুন দাম কার্যকরী হওয়ার কথা ছিল। যেখানে ভরতের দেশী মদের বোতল পিছু দাম বাড়ার কথা ছিল ৫ থেকে ১০ টাকা। এখন প্রতিবছর বাজেট পেশের সময় নেশাজাত দ্রব্যগুলির মূল্য বাড়ানো হয়ে থাকে। ২০২৪ এর বাজেটে সিগারেটের দাম বৃদ্ধি হতেও দেখা গেছে। তবে মদের দাম বাড়ার ক্ষেত্রে বলে রাখি আবগারি সূত্রে আগে থেকেই এই দেশী মদের মূল্যবৃদ্ধির খবর ছিল। তবে এবার ভারতে তৈরি বিদেশী মদের দামও বৃদ্ধি করার কথা ভাবছে মদ প্রস্তুতকারী সংস্থা গুলি।

দাম বৃদ্ধির জন্য সংস্থাগুলি আবগারি দপ্তরকে জানায়। মূল্যবৃদ্ধির সাথে সাথে মদের উপর শুল্ক ও বাড়াতে চাইছে তারা। বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গে মদের দাম শেষ বারের জন্য বেড়েছিল ২০২১ সালের গোড়ার দিকে। এরপর ২০২২ এ দাম কিছুটা কমানো হয় এরপর ২০২৪ এ আবার দাম বৃদ্ধির পথে হাঁটতে চলেছে রাজ্য।

সূত্রের খবর অনুযায়ী ভারত তৈরি দেশী মদের ৬০০ মিলিলিটারের বোতলের দাম ১৫৫ টাকা থেকে বেড়ে হতে চলেছে ১৬০ টাকা। এছাড়া ৩০০ মিলির বোতল ৯৫ টাকা থেকে ১০০ টাকা হতে পারে। এছাড়াও বিয়ারের ক্ষেত্রেও মূল্যবৃদ্ধির কথা শোনা যাচ্ছে। জানা যাচ্ছে ১৩৫ টাকার বিয়ারের বোতলের দাম বেড়ে হতে পারে ১৫০ টাকা। এছাড়া বিদেশী মদের ক্ষেত্রে বোতল পিছু ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি হতে চলেছে।

WhatsApp Group Join Now

আরও পড়ুন: WB Govt Offices Holiday Update: শুধু স্কুল বা কলেজ নয়, পুজোর মরশুমে ১৭দিন ছুটি থাকবে সরকারি অফিস গুলোতেও! জানুন বিশদে

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।