লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Liquor Price Hike: বিদেশি মদের সঙ্গে দাম বাড়ছে দেশী মদেরও; কবে থেকে কার্যকর হবে নতুন দাম?

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Liquor Price Hike: বাংলায় বাড়তে চলেছে মদের দাম। বিগত কয়েক সপ্তাহ ধরেই এই নিয়ে জল্পনা কল্পনা চলছে। মদ বিক্রেতাদের তরফে জানা গিয়েছে, গত মাসের শেষের দিকে একটি এই বিষয়ে এক দফা বৈঠক করেছে সরকার। সেখানেই দাম বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

জানা গিয়েছে, আগস্টের মাঝামাঝি সময় থেকেই দাম বাড়তে পারে সকল মদের। বিদেশি মদের সঙ্গে দাম বাড়বে বাংলারও (Liquor Price Hike)। বিক্রেতারা জানিয়েছেন, এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে বোতল পিছু ৫ টাকা করে বৃদ্ধি পেতে পারে বাংলা মদের দাম।

বর্তমানে JD-র ৫০০ মিলি লিটারের বোতল বিক্রি হয় ১৫৫ টাকায়। যা বেড়ে হতে পারে ১৬০ টাকা। অন্যদিকে JOY এর ৬০০ মিলি লিটারের বোতলের দাম ১৫৫ টাকা এবং ৫০০ এমএল এর দাম ১৩০ টাকা। এই সকল মদের দামও বাড়তে চলেছে। অন্যদিকে বিদেশি মদের ক্ষেত্রে উইস্কি থেকে রাম, ভোদকা, সব ক্ষেত্রেই ৩-৭% পর্যন্ত দাম বৃদ্ধি পেতে পারে জানা যাচ্ছে।

UDC ওয়াইন শপের ম্যানেজার নীল মাশান্তা জানিয়েছেন তাঁদের কাছে যা খবর আছে সেই অনুসারে বিদেশি মদের ক্ষেত্রে ৭৫০ মিলি লিটারের এক একটি বোতলের দাম ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে ৩৭৫ মিলি লিটারের বোতলের দাম বৃদ্ধি পেতে পারে ২০ টাকা করে। ১৮০ এমএল এর বোতলের দাম বাড়তে পারে ১০ টাকা।

WhatsApp Group Join Now

আরও পড়ুন: Ration Card: বিনামূল্যে রেশন পেতে করতে হবে এই কাজ! জানতেন আগে? না জানলে শীঘ্রই করুন

এমতাবস্থায় দাম বৃদ্ধির খবর প্রকাশ্যে আসতেই বিক্রেতারা যেমন পুরনো দামে স্টক বাড়াচ্ছেন তেমনই সুরাপ্রেমীদের ভিড় বাড়ছে দোকানে দোকানে। শোনা যাচ্ছে, ১৫ই আগস্টের আগেই নতুন দাম কার্যকর হতে পারে।

আরও পড়ুন: Lakshmir Bhandar: লক্ষ্মীর ভান্ডারের টাকা আটকে গেছে? কি সমস্যা? কবে অ্যাকাউন্টে আসবে টাকা? জেনে নিন

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।