লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Liquor Price Hike: বাংলায় একধাক্কায় দাম বৃদ্ধি মদ ও বিয়ারের! জেনে নিন কত টাকা বাড়ল?

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Liquor Price Hike: সুরাপ্রেমিদের জন্য দুঃসংবাদ। এইবার উৎসবের মরশুমের আগেই বাংলায় বাড়তে চলেছে মদের দাম। এর আগে বিয়ারের দাম বাড়ানো হলেও পরে দাম কমানো হয়। তবে এইবার শুধু বিয়ার নয় সব মদের দামই বাড়ানো হবে। সূত্র মারফত জানা গিয়েছে, ১৪ই আগস্ট থেকে নতুন দাম কার্যকর হবে। তবে হঠাৎ কেন বাড়ানো হচ্ছে মদের দাম? আজকের প্রতিবেদনে জানুন বিস্তারিত (Liquor Price Hike)।

সূত্রের খবর, রাজ্য সরকারের কোষাগারের ওপর চাপ সৃষ্টি হওয়ায় আয়বৃদ্ধির দিকে ঝুঁকছে সরকার। মূলত রাজ্য সরকারের আয় বৃদ্ধির জন্যই মদের দাম বৃদ্ধি করা হচ্ছে। কর্তৃপক্ষের দাবি, বাজারে মদের চাহিদা বৃদ্ধি পাওয়ায় রাজস্ব আদায়ের জন্য দাম বাড়ানোর এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আইএমএফএল ও ফরেন লিকারের দাম গড়ে ৫ থেকে ৭ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। দেশি মদ বা কান্ট্রি স্পিরিটের দাম ৫ থেকে ১০ টাকা বৃদ্ধি করা হতে পারে। ২৬ শে জুলাইয়ের মধ্যে বিয়ার ও মদ প্রস্তুতকারী সংস্থাকে বিড জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২৯শে জুলাই সেই বিড খোলা হবে। এরপর পরের মাস থেকেই কার্যকর হবে বর্ধিত নয়া দাম।

এর আগে ২০২১ সালে পশ্চিমবঙ্গ সরকার মদের দাম বৃদ্ধি করে। সূত্রের খবর, ৬০০ মিলিলিটারের দেশি মদের বোতলের দাম ১৫৫ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা হতে পারে। আর ৩০০ ও ৩৫০ মিলিলিটারের ছোট বোতলের দাম যথাক্রমে ৮০ টাকা থেকে বৃদ্ধি করে ৯০ এবং ৯৫ থেকে বাড়িয়ে ১০০ করা হতে পারে বলে জানা গিয়েছে। শুধু মদ নয় দাম বাড়তে পারে বিয়ারেরও। যে সমস্ত বিয়ারের দাম বর্তমানে ১৩৫ টাকার কাছাকাছি, সেগুলির দাম বৃদ্ধি পেয়ে ১৫০ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশি বিয়ারের দামও ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বাড়তে পারে বলে খবর।

WhatsApp Group Join Now

উল্লেখ্য, লোকসভা ভোটের ঠিক পরেই হঠাৎ মদের দাম বৃদ্ধি করায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় মদ বিক্রেতারা। ব্যবসায়ীদের মতানুসারে, হঠাৎ দাম বৃদ্ধির ফলে চাহিদা কিছুটা হলেও কম হতে পারে। বিশেষ করে গ্রামীণ ও নিম্নবিত্ত অঞ্চলে মদের চাহিদা কমবে। এর ফলে টান পড়বে বব্যবসায়ীদের লাভ।

আরও পড়ুন: Sourav Ganguly: সৌরভ গাঙ্গুলী থাকবে না দাদার দ্বিতীয় বিয়েতে, তবে কি সৌরভ খুশি হয়নি এই বিয়েতে!

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।