লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Liquor Price Drop: সুরাপ্রেমীদের জন্য সুখবর! এবার সস্তা হতে চলেছে মদের দাম; কতটা দাম কমবে দেখে নিন

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Liquor Price Drop: মদ শিল্পে আসছে জোয়ার। দাম কমতে চলেছে মদের। উৎসবের আগেই বড় ঘোষণা। শুধু রাজ্য নয় গোটা দেশজুড়ে কমবে মদের দাম। বেভারেজের উপর ধার্য করা করের ছাড় দেওয়া হয়েছে অনেকটাই। যার ফলে সুরা প্রেমীদের কপালে চিন্তার ভাঁজ অনেকটাই মুক্ত হলো। সেই সঙ্গে ফুটলো হাসি।

মদের দামে হ্রাস:

ভারতে তৈরি অ্যালকোহল বিদেশী লিকার বিয়ার ওয়াইন রাম ব্র্যান্ডি সবকিছুর দাম কমতে চলেছে। সাধারণত উৎসবের আগে এমনটা হয় না। বরাবর উৎসবের আগেই দাম বেড়ে যায় মদের। এদিকে মদের ওপরে কর ছাড় হওয়ায় স্বাভাবিকভাবেই হাসি ফুটেছে রাজ্য সরকারের মুখেও কারণ এর প্রভাবে রাজ্যে বাড়বে মদ্য শিল্পের বিক্রি। কিন্তু কতটা কমতে পারে দাম। জানা গিয়েছে ৭৫০ এম এল বোতলে ১৭০ টাকার মতো দাম কমতে পারে।

Liquor Price
Liquor Price

আবার প্রিমিয়াম ব্রান্ডের মদের বোতলের দাম কমতে পারে ২১৪ টাকার কম। একদিকে ভাদ্র মাস পড়ে গিয়েছে ক্যালেন্ডারে কিন্তু এখনো বর্ষা থামেনি। প্রচন্ড বৃষ্টিতে নাজেহাল পরিস্থিতি। তার মাঝেই মদের দাম কমেছে যার ফলে উৎসবের দিনগুলিতে পাওয়া যাবে মদ খাওয়ার অবসর।

এই রাজ্যে কমছে মদের দাম:

তবে এই দাম কমতে চলেছে পশ্চিমবাংলায় নয় আসামে। অসাম এক্সাইজ ডিপার্টমেন্ট ইতিমধ্যেই ঘোষণা করেছে এই মদের দাম কমানোর কথা। সেপ্টেম্বর মাস থেকে নতুন দাম কার্যকরী হবে। সেপ্টেম্বর থেকেই অনেকাংশে কমে যাবে বিভিন্ন মদের দাম। দিওয়ালি পর্যন্ত এই দাম অপরিবর্তিত থাকবে বলে মনে করা হচ্ছে।

WhatsApp Group Join Now

তবে বাংলায় কি আসন্ন দুর্গোৎসবের আগে কমতে পারে মদের দাম। পার্শ্ববর্তী রাজ্যের মতন বাংলার সূরা প্রেমীরা কি এখন থেকেই শুরু করে দেবেন সেলিব্রেশন। এখনো পর্যন্ত আবগারি দপ্তর কোন আশার কথা না শোনালেও আসাম ভরসা যোগাচ্ছে বাংলাকে।

আরও পড়ুন: LPG Gas Cylinder: দীর্ঘ অপেক্ষার অবসান! এইবার বিনামূল্যে মিলবে এলপিজি গ্যাস সিলিন্ডার; জানুন বিস্তারিত

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।