লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

LIC : প্রতিদিন মাত্র ৩০ টাকা জমালেই বছর শেষে পাবেন কয়েক লক্ষ টাকা, LIC নিয়ে এলো তাদের দুর্দান্ত একটি পলিসি

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

LIC Policy: শেষ বয়সে এসে যাতে নিজেদের পরিবারের কোনো আর্থিক সমস্যা না হয় তার জন্য নানান জায়গায় সবাই নিজেদের উপার্জিত অর্থ বিনিয়োগ করে থাকেন। তবে যেকোনো জায়গায় নিজের অর্থ বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ হতে পারে। সেক্ষেত্রে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া একদমই ঝুঁকিপূর্ণ নয়। তাই আজকের প্রতিবেদনে LIC এর একটি বিনিয়োগের কথা আপনাদের জানাবো। এই স্কিমের মাধ্যমে আপনি কম পরিমাণ অর্থ বিনিয়োগ করে সবশেষে কয়েক লক্ষ টাকা জমাতে পারবেন।

LIC হল এমন একটি সংস্থা যেখানে কম টাকা জমা রেখে আপনি রিটার্নে লক্ষ টাকা পেতে পারেন। সেরকমই এলআইসির একটি পলিসি হল স্তম্ভ পলিসি। এতে সুরক্ষা এবং সঞ্চয়, উভয়ের সুবিধা পাওয়া যায়। তবে এই স্কিম শুধুমাত্র পুরুষদের জন্য। LIC এর এই নতুন আধার স্তম্ভ পলিসি-তে বিনিয়োগ করতে হলে আধার কার্ড থাকা বাধ্যতামূলক। বিশেষ বিষয় হল, পলিসি জারি করার তারিখ থেকে রিস্ক কভারেজ পাওয়া যায়।

দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে নমিনির হাতে টাকা তুলে দেওয়া হয়। এই পলিসিতে আপনি যদি প্রতিদিন ৩০ টাকা করে জমা করেন তাহলে বছর শেষে কয়েক লক্ষ টাকা রিটার্ন হিসেবে পাবেন। পলিসিতে ২০ বছরের জন্য বিনিয়োগ করলে মেয়াদ শেষে মিলবে ৩.৯৭ লক্ষ টাকা। বছরে ১০,৮২১ টাকা প্রিমিয়াম দিতে হবে। মাসের হিসেব ধরলে প্রতি মাসে পড়বে ৯০১ টাকা। অর্থাৎ প্রতিদিন ৩০ টাকা করে জমা করতে হবে।

এই পলিসির হোল্ডার দৈনিক, মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক কিংবা বার্ষিক ভিত্তিতে প্রিমিয়াম জমা করতে পারেন। এই পলিসি তে গ্যারান্টিযুক্ত রিটার্নের পরিমাণ হল ৩ লক্ষ টাকা। পাশাপাশি মোট বিনিয়োগের ৪.৫ শতাংশের বার্ষিক রিটার্ন ধরে ৯৭,৫০০ টাকা লয়্যালটি যোগ হবে। সব মিলিয়ে পলিসির হোল্ডার হাতে পাবেন ৩,৯৭,৫০০ টাকা।

WhatsApp Group Join Now

আরও পড়ুন: Post Office Scheme: মহিলাদের জন্য সুখবর! এইবার পোস্ট অফিসের এই স্কিমে ২ বছরে মহিলারা পাবেন ৫ বছরের FD-এর সমান সুদ

এই পলিসির একটি বিশেষ সুবিধা হল মেয়াদপূর্তিতে মেলে প্রায় ৪ লাখ টাকা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এতে ডেথ বেনিফিট এবং অন্যান্য সুবিধা পাওয়া যায়। ৮ থেকে ৫৫ বছর বয়সী পুরুষরা এলআইসির এই পলিসিতে বিনিয়োগ করতে পারেন। পলিসির মেয়াদ ১০ থেকে ২০ বছর। ৩৫ বছর বয়সে যদি কেউ পলিসি কেনেন তাহলে ১৫ বছরের জন্য তাঁকে বছরে ১০ হাজার টাকা প্রিমিয়াম দিতে হবে। মেয়াদ পূর্তিতে তিনি পাবেন ২ লক্ষ টাকা।

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।