লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

প্রতিদিন মাত্র ৪৫ টাকা জমিয়ে পান ২৫ লক্ষ টাকা রিটার্ন! ধামাকাদার প্ল্যান নিয়ে এলো LIC 

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

LIC: আজকাল যে হারে মূল্যবৃদ্ধি হয়ে চলেছে তাতে ভবিষ্যতের জন্য সাশ্রয় শুরু না করলে বিপদে পড়তে হতে পারে যে কাউকেই। তাই মানুষ আজকাল বিনিয়োগের পথে হাঁটছে। একাধিক বিনিয়োগের মাধ্যম থাকলেও বেশিরভাগ মানুষ ভবিষ্যতের বিনিয়োগের জন্য সরকারী অথবা বিশ্বস্ত প্রতিষ্ঠানগুলোকে বেছে নেয়। ঝুঁকিহীন বিনিয়োগ করতে সরকারী প্রতিষ্ঠান গুলিই বিনিয়োগকারীদের প্রথম পছন্দ হয়ে থাকে। তাই এই পছন্দের তালিকায় অন্যতম হলো LIC অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।

স্বল্প প্রিমিয়ামে যদি কেউ মোটা টাকা রিটার্ন পেতে চান তবে জীবন বিমা কোম্পানির এই নতুন প্ল্যানটি একদম উপযুক্ত। প্ল্যানটির নাম এলআইসি আনন্দনীতি প্ল্যান! এর মাধ্যমে মাত্র ৪৫ টাকা প্রতিদিন হিসেবে টাকা জমানো শুরু করলে পাওয়া যেতে পারে ২৫ লক্ষ টাকার রিটার্ন। প্রতি মাসে আপনাকে প্রিমিয়াম জমা দিয়ে যেতে হবে।

যতদিন আপনি প্ল্যানটি চালিয়ে যেতে চাইছেন ততদিন পর্যন্ত মাসিক ত্রৈমাসিক বা অর্ধবর্ষীয় হিসেবে টাকা জমা করে যেতে হবে। এই প্রকল্পে সর্বনিম্ন এক লক্ষ টাকা জমানোর সীমা ঠিক করেছে এই বীমা সংস্থা তবে বিনিয়োগের সর্বচ্চো সীমা নেই।

প্রতিদিন ৪৫ টাকার হিসেবে যদি কোনো ব্যক্তি মাসে ১৩৫৮ টাকা করে প্রিমিয়াম জমা করতে থাকেন তবে তিনি পেয়ে যেতে পারেন ২৫ লক্ষ টাকার রিটার্ন। অর্থাৎ প্রতি মাসে মাত্র ১৩৫৮ টাকা জমিয়ে পাওয়া যাবে নিশ্চিত ভবিষ্যত। এটি একটি দীর্ঘ মেয়াদী বিনিয়োগ তাই সন্তানের সুশিক্ষা বা বৃদ্ধ বয়সে আরামে দিন কাটাতে এই প্ল্যানটি উপযুক্ত হবে। ১৩৫৮ টাকা করে প্রতিমাসে জমিয়ে যদি কোনো ব্যক্তি ৩৫ বছর সম্পূর্ণ করতে পারেন তবে ২৫ লক্ষ টাকার রিটার্ন দেবে LIC!

WhatsApp Group Join Now

এতে কোনো ট্যাক্সের ছাড় পাওয়া না গেলেও চার রকমের সুবিধা দিচ্ছে এই পলিসি। এতে দুর্ঘটনায় অঙ্গ ক্ষয় বা মৃত্যু বা স্বাভাবিক মৃত্যু বা পলিসি ট্রান্সফারের মতো সুবিধা পাওয়া যাবে। এতে পলিসি চলাকালীন কোনো ব্যক্তি মারা গেলে তার জমানো অর্থের ১২৫% টাকা তুলে দেওয়া হবে নমিনীর হাতে।

আরও পড়ুন: Ajker Rasifal 6 October: সূর্যদেবের আশীর্বাদে আজ কপাল ফিরে যাবে এই পাঁচ রাশির! আসুন জেনে নিই আজকের রাশিফল

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।