লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Tumi Ase Pase thakle: শেষ হচ্ছে স্টার জলসার ধারাবাহিক ‘তুমি আশেপাশে থাকলে’, টিআরপির কারণেই বন্ধ হচ্ছে ধারাবাহিক

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Tumi Ase Pase thakle: বর্তমানে যে কোন ধারাবাহিকের শেষ কথা বলে TRP। যদি কোনো ধারাবাহিকের টিআরপি শুরু থেকেই কম হয় তাহলে সেই ধারাবাহিক যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করে দেওয়া হয় চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে। আর যদি কোন ধারাবাহিকের টিআরপি রেটিং ভালো থাকে তাহলে সেই ধারাবাহিক দীর্ঘদিন ধরে চলবে পর্দায়।

এমন অনেক ধারাবাহিক রয়েছে যেগুলি শুরুর তিন মাসের মাথাতেই বন্ধ হয়ে গিয়েছে টিআরপি রেটিং এর অভাবে। আবার এমনও অনেক ধারাবাহিক রয়েছে যেগুলি রমরমিয়ে দু বছরেরও বেশি সময় ধরে টেলিভিশনের পর্দায় চলছে। দর্শক সেই ধারাবাহিক গুলি দেখতে আজও ভীষণ ভালোবাসেন। সম্প্রতি সেরকমই একটি ধারাবাহিক বন্ধ হতে চলেছে স্টার জলসার পর্দায়। ধারাবাহিকের নাম ‘তুমি আশে পাশে থাকলে’।

ধারাবাহিকের স্লট বদল থেকে শুরু করে নায়িকা বদল সবকিছুই করা হয়েছে টিআরপি রেটিং বাড়ানোর জন্য। তবে কিছু করেই ধারাবাহিকের TRP বাড়ানো সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়ে এক বছরের মাথাতে বন্ধ হয়ে যাচ্ছে এই ধারাবাহিক। এদিন সেই বিষয়ে একটি পোস্ট করে খবর নিশ্চিত করলেন নবনীতা দাস।

নবনীতা নিজের সোশ্যাল মিডিয়ার একাউন্টে ধারাবাহিকের শেষ দিনের শুটিংয়ের বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করে ধারাবাহিক শেষ হওয়ার কথা নিশ্চিত করলেন। ছবিতে রুকমা রায়, রোহন ভট্টাচার্য সহ ধারাবাহিকের অন্যান্য কলা কৌশলীদের সঙ্গে ছবি তুলে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

WhatsApp Group Join Now

 

View this post on Instagram

 

A post shared by Nabanita❤ (@nabanita.das)

অভিনেত্রী ছবিগুলো পোস্ট করে লেখেন, ‘গল্পের শেষ কিছু মুহূর্ত।’ রুকমা রায়ও একাধিক ছবি পোস্ট করেন যেখানে তাঁদের সকলকে কেক কাটতে দেখা যাচ্ছে। বাদ যাননি নায়ক রোহনও। ধারাবাহিকের শুরুটা একদম অন্যরকম ভাবে হয়েছিল। প্রথমে পারো এবং পার্বতীর দ্বৈত চরিত্রে অভিনয় করছিলেন অঙ্গনা রায়। পরে পারোর চরিত্রে এন্ট্রি নেন নবনীতা দাস। এরপর পার্বতীর চরিত্রে ও অঙ্গনা রয়কে সরিয়ে নিয়ে আসা হয় রূকমা রায় কে।

ধারাবাহিক শেষ হওয়ার পর স্টার জলসার পর্যায়ে আসছে নতুন ধারাবাহিক ‘তেঁতুল পাতা’। এই ধারাবাহিকের হাত ধরে দীর্ঘদিন পর ছোট পর্দায় ফিরছেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়। এই ধারাবাহিকে গৌরবে বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী ঋতব্রতা দে কে। এর আগে ঋতব্রতাকে প্রত্যেকেই জি বাংলার ধারাবাহিক অষ্টমীতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখতে পেয়েছেন। অষ্টমী ধারাবাহিক টিআরপি রেটিং এর অভাবে মাত্র তিন মাসের মাথাতেই বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন: Monsoon Skin Care: বর্ষাকালে এই কয়েকটি টিপস ফলো করলেই আপনার ত্বক থাকবে সুস্থ, উজ্জ্বল

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।