লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Mamata Banerjee: বাংলায় বড় বিনিয়োগ আদিত্য বিড়লা গ্রুপের! এক্স হ্যান্ডেলে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী! জানুন বিস্তারিত

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Mamata Banerjee: বঙ্গবাসীর জন্য সুখবর। সম্প্রতি মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সঙ্গে সাক্ষাৎ করেছেন আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা। বাংলায় ৫ হাজার কোটির বিনিয়োগ করবেন তারা। সঙ্গে তৈরি হবে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানও। ইতিমধ্যে এক্স হ্যান্ডেলে আদিত্য বিড়লার সঙ্গে বৈঠকের ছবি পোস্ট করে নিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

এই বৈঠকের পর রাজ্যে বিনিয়োগের পরিমাণ যে বাড়বে তা বেশ বোঝা যাচ্ছে। বৈঠকের পরই এক্স হ্যান্ডলে আদিত্য বিড়লা গ্রুপের রাজ্যে বিনিয়োগের কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা। এক্স হ্যান্ডলে মমতা লিখেছেন, এ রাজ্যে আদিত্য বিড়লা গ্রুপের ৫০০০ কোটি টাকার প্রকল্প শুরু হয়েছে কিংবা পাইপলাইনে রয়েছে। সিমেন্ট এবং পেন্টস ম্যানুফ্যাকচারিংয়ের মতো ক্ষেত্রে বিনিয়োগ করছে তারা।

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আরও জানিয়েছেন, কলকাতায় বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান শুরু করার পরিকল্পনা করেছে আদিত্য বিড়লা গ্রুপ। নতুন কোনো বিনিয়োগের কথাও ভাবছে তারা। এই সকল বিষয় নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে তাদের মধ্যে। রাজ্যের তরফে সমস্ত সহায়তা করা হবে এমনটাই কুমার মঙ্গলম বিড়লাকে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত রাজ্যে কর্মসংস্থানের ব্যাপারে বারেবারে বলতে শোনা যায় খোদ মুখ্যমন্ত্রীকে, এইবার সেই পথেই আরও একধাপ এগোল বাংলা, এমনটাই জল্পনা নানা মহলে।

WhatsApp Group Join Now

উল্লেখ্য, তৃতীয়বার বাংলার সিংহাসনে বসার পর থেকেই শিল্পায়নকে পাখির চোখ করেছিলেন মমতা। গত বছর সেপ্টেম্বরে মাদ্রিদ, বার্সেলোনা এবং দুবাইয়ে গিয়ে আন্তর্জাতিক বণিকমহলের সামনে বাংলায় বিনিয়োগের সুযোগ এবং বাণিজ্যের সম্ভাবনার কথা প্রকাশ্যে এনেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর উদ্দেশ্য ছিল একটাই, রাজ্যে বিনিয়োগ টানা এবং আরো বেশি কর্মসংস্থান তৈরি করা।

আরও পড়ুন: Airtel Data Booster: রিচার্জেও মিলবে 5G পরিষেবা! গ্রাহকদের জন্য নতুন সুবিধা Airtel-এর!

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।