লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Kojagari Lakshmi Puja: চলতি বছর কবে পড়েছে লক্ষ্মী পূজা? দেখে নিন তারিখ সহ পূজোর নির্ঘণ্ট

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Kojagari Lakshmi Puja: আর হাতেগোনা মাত্র কয়েকদিন পরেই দুর্গাপূজা। ইতিমধ্যে পূজোর আনন্দে মেতে উঠেছে সকলে। আর দুর্গাপূজার ঠিক পরেই অনুষ্ঠিত হবে শারদ পূর্ণিমার কোজাগরী লক্ষ্মীপূজা। দুর্গাপূজার দশমীর পরই শুরু হয়ে যায় লক্ষ্মীপূজার আয়োজন। চলতি বছর কবে ও কখন লক্ষ্মী পূজো হবে? এক নজরে দেখে নিন পূজোর নির্ঘণ্ট।

মূলত, ধন, যশ খ্যাতি প্রাপ্তির আশায় প্রতি ঘরে দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়ে থাকে। বাঙালির উৎসবে দুর্গাপুজোর পরই অনুষ্ঠিত হয় শারদ পূর্ণিমায় আশ্বিনের লক্ষ্মীপুজো। এই লক্ষ্মীপুজো কোজাগরী লক্ষ্মীপুজো নামেই পরিচিত। ‘কোজাগরী’ শব্দের অর্থ,’কে জেগে আছ?’ শারদ পূর্ণিমার রাতে এই দেবীর আরাধনা করা হয়ে থাকে। ২০২৪ সালে কোন তারিখ এবং তিথিতে কোজাগরী লক্ষ্মী পূজা পড়েছে দেখে নিন।

চলতি বছর ১৬ই অক্টোবর, বুধবার পড়েছে কোজাগরী লক্ষ্মীপুজো। পূর্ণিমার তিথি পড়েছে ১৬ অক্টোবর থেকে। ১৬ অক্টোবর সন্ধ্যা ৭ টা ২৩ মিনিট ৪৫ সেকেন্ডে পূর্ণিমা তিথি পড়বে যা থাকবে ১৭ অক্টোবর সন্ধ্যা ৫ টা ১৭ মিনিট ৩৬ সেকেন্ড পর্যন্ত।

প্রত্যেক বাঙালির ঘরে কোজাগরী লক্ষ্মীপুজোর আলাদা কিছু রীতি রয়েছে। যেমন কলার ছররা দিয়ে তৈরি হয় বাণিজ্য তরী, আবার পূজার বেদীতে অনেকে সোনা, রুপোও রাখেন। পুজোর আল্পনাতেও বিশেষ চিহ্ন লক্ষ করা যায়। ধানের শিসের অনুকরণে আঁকা হয় আল্পনা এবং পূর্ণিমার রাতে করা হয় দেবীর আরাধনা।

WhatsApp Group Join Now

আরও পড়ুন: Government Scheme: লক্ষ্মীর ভান্ডার অতীত! এই স্কিমের মাধ্যমে মহিলারা পাবেন ১০,০০০ টাকা! দেখুন কিভাবে আবেদন করবেন

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।