লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Koel Mallick: আর জি কর ঘটনার প্রভাব এবার রঞ্জিত মল্লিকের বাড়ির শতবর্ষের পুজোর উপরেও, বড়ো ঘোষণা করলেন মেয়ে কোয়েল!

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Koel Mallick: আর জি করে ডাক্তার খুন এবং ধর্ষনের ঘটনায় ছন্দ হারিয়ে ফেলেছে রাজ্য। পুলিশ থেকে তদন্ত ভার সিবিআই এর কাছে পৌঁছলেও অপরাধের গোড়ার খবর এখনও অধরা। আর এই ঘটনার প্রতিবাদে এবং ন্যায় বিচারের আশায় তিলোত্তমার পাশে দাঁড়িয়েছে গোটা রাজ্য। বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিলের ডাক দিচ্ছে জনগণ। এদিকে দরজায় কড়া নাড়ছে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। উৎসব এলেও উৎসবের আনন্দটা এবার যেন কিছুটা ফিকে হয়ে গিয়েছে।

ঢাকে কাঠি পড়ে গেলেও মনে আনন্দের ডাক নেই। আগমনীর সুর যেন এবার অনেকটাই ফিকে। প্রতিবাদে পথে নেমেছে জুনিয়র ডাক্তাররা, তবে এই প্রতিবাদ এখন সমাজের সব স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে এবার এই আবহেই বড় ঘোষণা করলেন কোয়েল মল্লিক (Koel Mallick)

অন্যবছর এই সময় একেরপর এক প্যান্ডেলের সাজ সাজ রব সঙ্গে থাকে প্রতিমা ও প্যান্ডেলের সৌন্দর্যের টক্কর। এবারে রাজ্যের ওলি গলির চিত্র এবার ফ্যাকাশে। যে নিকৃষ্টতার সাক্ষী হয়ে থেকেছে আর জি কর তার যন্ত্রণার লজ্জায় স্তব্ধ বাংলা। তবুও তো উৎসব আসছে। মনের দুঃখ চেপেই ঘরের মেয়েকে বরণ করে নিতে হবে। পাঁচদিনের জন্য উমা বাড়ি ফিরবে তাই আনন্দ না থাকলেও তার আপ্যায়নে মেতে উঠতে হবেই।

কলকাতায় পুজোর অন্যতম আকর্ষণ থাকে বনেদি বাড়ির পূজগুলি। এর মধ্যে অন্যতম হলো অভিনেত্রী কোয়েল মল্লিকের বাড়ির পুজো। প্রতিবার পুজোর সময় আলাদা মেজাজে ধরা পড়েন কোয়েল। একেবারে বাড়ির মেয়ের মতো প্রসাদ বিতরণ, আরতি করা ইত্যাদি কাজে দেখা যায়। তবে এবার থাকছে ব্যতিক্রম। পুজোর আগে বাড়ির পুজোর বিষয়ে বড় পদক্ষেপ নিলেন অভিনেত্রী।

WhatsApp Group Join Now

মল্লিক বাড়ির পুজোর এবার একশো বছর। ফলেই বিশাল জাঁক জমকে অনুষ্ঠিত হতে চলেছিল পুজো। কিন্তু এবার শহরের এই অশান্ত অবস্থায় বড় সিদ্ধান্ত গ্রহণ হলো বাড়ির তরফে। বাড়ির সব সদস্যই বিদেশে প্রতিষ্ঠিত তাই পুজোর ফেরার টিকিট আগেই কাটা হয়েছে। তার উপর একশো বছরের ঐতিহ্যের পুজো বন্ধ তো করা যায়না। সেই জন্যই পারিবারিক ভাবে এবং ব্যক্তিগত ভাবে পুজো সারার সিদ্ধান্ত নিয়েছেন মল্লিক পরিবারের সদস্যরা।

আরও পড়ুন: Jio: বিনামূল্যে এক বছরের রিচার্জ দিতে চলেছে জিও! কিভাবে পাবেন? জানুন

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।