লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Koel Mallick: সম্পত্তি নিয়ে বিবাদ নিজের দাদার সঙ্গে! এইবার আদালতের দ্বারস্থ রঞ্চিত কন্যা! জানুন বিস্তারিত

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Koel Mallick: এবার একই ছবিতে বাবা এবং মেয়ে। এর আগে অবশ্য বাবা মেয়েকে বেশ কয়েকটি ছবিতে দেখা গিয়েছে। কখনো শ্বশুর এবং বৌমা আবার কখনো বাবা এবং মেয়ের ভূমিকায়। সেক্ষেত্রে উদাহরণ হিসেবে বলা যায় সাত পাকে বাঁধা এবং চাদের বাড়ির কথা। আবারো একসাথে দুই যুগ। কোয়েল (Koel Mallick) এবং রঞ্জিত মল্লিককে (Ranjit Mallick) দেখা যাবে এক নতুন ছবিতে। আর সেই ছবিতে মেয়ের হয়ে লড়াই করতে দেখা যাবে বাবাকে। এটা আবার যেমন তেমন লড়াই নয়, শরীকি বিবাদ।

মেয়ের লড়াইতে বাবা:

প্রাচীনকাল থেকে মেয়েদের সম্পত্তি থেকে বঞ্চিত করবার প্রথা চলে আসছে। আর তা নিয়েই এবার মেয়ের পাশে দাঁড়াবেন রঞ্জিত মল্লিক। রঞ্জিত এবং কোয়েল মল্লিক এবার একই ফ্রেমে বাবা-মেয়ের ভূমিকায়। কয়েক যুগ পর তারা আবার একসঙ্গে ফিরছেন। তাই তাদের দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সকলে। ছবির নাম স্বার্থপর আর সেখানেই দেখা যাবে বাবা-মেয়ে জুটিকে।

ছবির পরিচালিকা অন্নপূর্ণা বসু। এটাই তার প্রথম ছবি। এই ছবিতে উকিলের ভূমিকায় দেখা যাবে রঞ্জিত মল্লিককে। অন্যদিকে একজন ছাপোসা গৃহবধুর ভূমিকায় দেখা যাবে কোয়েলকে। সম্পর্কের ঘনঘটা এবং বুনটের গল্প বলবে এই ছবিটি। ছবিতে মূলত বোন এবং দাদার মধ্যে দেখা যাবে গন্ডগোলের চিত্র। জমি জায়গা নিয়ে গন্ডগোল যেখানে দাদার ভূমিকায় অভিনয় করছেন বিখ্যাত অভিনেতা কৌশিক সেন (Koushik Sen)।

সম্পর্ক:

দাদা বোনের মধ্যে সম্পর্ক বরাবর ভালো কিন্তু এই সম্পত্তি তাদের মধ্যে নিয়ে আসলো অন্ধকারের কালো দেওয়াল। তবে কি আদালতের মুখোমুখি হতে চাইবে তারা। কেবলমাত্র সম্পত্তির কারণেই একে অপরের চক্ষু সুল হয়ে যাবে হয়ে উঠবে স্বার্থপর। এই ছবিতে রয়েছেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। তবে তাকে কোন ভূমিকায় দেখা যাবে তা জানা যায়নি।

WhatsApp Group Join Now

শেষবার অঙ্কুশ এবং ঐন্দ্রিলা অভিনীত লাভ ম্যারেজ ছবিতে বাবার ভূমিকায় অভিনয় করে নজর কাড়েন রঞ্জিত মল্লিক। অন্যদিকে পুজোর সময় এবার আসছে কোয়েলের নতুন ছবি মিতিন মাসি। সুচিত্রা মিত্রের কাহিনী অবলম্বনে অরিন্দম গাঙ্গুলীর ছবিতে কোয়েল। আর তার মাঝেই এবার বাবা মেয়ের ছবি নিয়ে বিগ ব্রেকিং।

আরও পড়ুন: TRP List: টিআরপিতে মহা ধামাকা! প্রথম পাঁচে উঠে এলো জলসা, কোন ধারাবাহিকের হাত ধরে?

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।