লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Lakshmi Puja 2024: বাড়িতে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি চান? আজই করুন এই কাজগুলি! জানুন বিস্তারিত

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Lakshmi Puja 2024: সকলেই ঘরে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি চান যাতে সর্বদা ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে এবং মা লক্ষ্মীর কৃপায় সংসার ফুলেফেঁপে ওঠে। কিন্তু দেবী লক্ষ্মী চঞ্চলা। তাই তাঁকে তুষ্ঠ করা সহজ কাজ নয়। বাস্তুবিদদের মতে, মা লক্ষ্মীর আশীর্বাদের জন্য নিষ্ঠা ভরে পূজার্চনার পাশাপাশি সঠিক ভাবে গৃহস্থালির খেয়াল রাখাও একান্ত কাম্য। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাড়ির প্রবেশদ্বার। কারণ এই জায়গা দিয়েই মা লক্ষ্মী বাড়ির ভেতর প্রবেশ করে থাকেন। তাই সংসারে সুখ, সমৃদ্ধি এবং না লক্ষ্মীর আশীর্বাদ চাইলে অবশ্যই কয়েকটি টোটকা মেনে চলতে হবে।

সর্বদা মনে রাখতে হবে বাড়িতে লক্ষ্মী প্রবেশের স্থান বাড়ির প্রবেশপথ। বাস্তুতন্ত্র বিশেষজ্ঞদের মতে, বাড়িতে প্রবেশের মূল দরজাটি অন্যান্য দরজাগুলির তুলনায় অনেক বড় হলে ভালো হয়। এর ফলে খুব সহজেই বাড়িতে আলো-বাতাস প্রবেশ করবে সঙ্গে পজিটিভ এনার্জিরও সঞ্চার হবে এবং সুখসমৃদ্ধিতে ভরে উঠবে সংসার।

এছাড়া সংসারে সুখশান্তি এবং সমৃদ্ধি চাইলে বাড়ির মূল প্রবেশপথের দু’ধারে দু’টি কাঁচের ফুলদানি সাজিয়ে রাখতে পারেন। বাস্তুশাস্ত্র অনুযায়ী, জল ভরতি দু’টি ফুলদানিতে ফুল সাজিয়ে রাখতে হবে। বাড়ির প্রবেশপথে সাজিয়ে রাখা ফুলদানিই সুখসমৃদ্ধির চাবিকাঠি হয়ে উঠবে। এমন বাড়িতে বসবাসকারী ব্যক্তিদের স্বাস্থ্যেরও উন্নত হবে।

ধনসম্পদের দেবী রূপে পূজা করা হয় দেবী লক্ষ্মীকে। প্রতিটি বাঙালি বাড়িতেই প্রায় প্রতি মাসেই লক্ষ্মীপুজো করা হয়ে থাকে। আজ কোজাগরী লক্ষ্মীপুজো (Lakshmi Puja 2024)। তবে সংসারে সুখসমৃদ্ধি বজায় রাখতে শুধু লক্ষ্মীপুজোই যথেষ্ট নয়। তার পাশাপাশি মূল প্রবেশপথে মা লক্ষ্মীর পায়ের ছাপ আঁকাও বাঞ্ছনীয়। আর রোজ আঁকতে সমস্যা হলে বাজার থেকে কিনে এনে মা লক্ষ্মীর পদযুগলের স্টিকার লাগানো যেতে পারে। বাড়ি থেকে বেরনো কিংবা ঢোকার সময় ওই পদযুগলের দিকে তাকাতে ভুলবেন না।

WhatsApp Group Join Now

পরিজনেরা রোজ অসুস্থ হয়ে পড়লে সেই সমস্যা মেটাতে বাড়ির সামনে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে। এর ফলে সৌভাগ্য এবং শ্রীবৃদ্ধি যেমন হবে তেমনই শারীরিক অসুস্থতাও দূর হবে।

বাড়ির প্রবেশপথে আমপল্লব কিংবা অশোক গাছের পাতা লাগাতে হবে। এর ফলে সংসার সুখসমৃদ্ধিতে ভরে উঠবে। তবে খেয়াল রাখতে হবে, ওই পাতা যেন কোনোভাবেই শুকিয়ে না যায়। কারণ এতে হিতে বিপরীত হতে পারে।

আরও পড়ুন: Kojagori Laxmi Puja 2024: লক্ষ্মী পূজায় মাকে ভোগে নিবেদন করুন এই বিশেষ রাবড়ি; জেনে নিন প্রণালী

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।